রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :

হাসপাতাল থেকে বনানীর বাড়িতে ফিরলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ২১৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বাংলাদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বুধবার রাত ৯টায় আবুল মাল আবদুল মুহিত তার ঢাকার বনানীর বাড়িতে পৌঁছেছেন। এর আগে তিনি করোনা আক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। 

গত দুইদিন আগে তার করোনার ফলাফল নেগেটিভ আসে। বুধবার রাতে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মতি নিয়ে তাকে বিশেষ ব্যবস্থায় নিজ বাড়িতে পৌঁছানো হয়েছে। তবে তিনি বাড়িতে থাকলেও সার্বক্ষণিক চিকিৎসকদের মনিটরিংয়ে থাকবেন। 

পারিবারিক সূত্রে জানা গেছে, মুহিত করোনা মুক্ত হলেও শারীরিক ভাবে এখনো অনেকটা দুর্বল রয়েছেন, পুরোপুরি সুস্থ হতে হলে আরও সময় লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই, বাংলাদেশ পল্লী শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান এএসএ মুয়িয সুজন ও জামাতা রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. আহমদ আল কবির মুহিতের পরিপূর্ণ সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেছেন। 

এছাড়া দেশ-বিদেশ থেকে যারা সাবেক অর্থমন্ত্রীর খোঁজ-খবর নিয়েছেন ও দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন মুহিতের পরিবারের সদস্যরা। 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102