সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
মণিপুরী ললিতকলায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা শুরু কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভিসি আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে প্রবাসীদের শোক ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন হৃদয় উজার করে মানুষের জন‍্য কাজ করতে হবে বাংলাবান্ধা সীমান্তে হত্যা বন্ধে বিজিবির কড়া প্রতিবাদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জেনারেল আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জেএসডি এর ঊদৌগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু ধর্ষণের খবর শুনে মৃত্যুর কোলে বাবা

সাংবাদিক আলহাজ্ব আশরাফ আহমদ এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি সহ বিভিন্ন মহলের শোক প্রকাশ

নুরুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

বৃটেনের বার্মিংহাম শহরের কমিউনিটি ব্যক্তিত্ত্ব, চ্যানেল এস ইউকে এর প্রবীন সাংবাদিক ও শাহপরান জামে মসজিদের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আশরাফ আহমদএর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুম এর রুহের মাগফেরাত কামনা করা হয়েছে।

গ্রেটার সিলেট এর পেট্রন ও সাবেক চেয়ারপার্সন ডঃ হাসনাত এম হোসেন এমবিই, গ্রেটার সিলেট এর পেট্রন ও সাবেক চেয়ারপার্সন কে এম আবু তাহের চৌধুরী , গ্রেটার সিলেট এর পেট্রন আলহাজ্ব নাসির আহমেদ, কেন্দ্রীয় সাবেক ট্রেজারার এম মাহিদুর রহমান,
কেন্দ্রীয় সাবেক চেয়ারপার্সন নুরুল ইসলাম মাহবুব, কেন্দ্রীয় সাবেক সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়ছর , সংগঠনের উপদেষ্টা ৭১ এর বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান, উপদেষ্টা আলহাজ্ব সুরাবুর রহমান, উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ চৌধুরী, উপদেষ্টা ফয়জুর রহমান চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর, কো- কনভেনার মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান,ও অর্থসচিব এম আসরাফ মিয়া, গ্রেটার সিলেট কমিউনিটি সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনার মুজিবুর রহমান মুজিব, সদস্য সচিব রকিবুর রহমান এবং অর্থসচিব এবি রুনেল,সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত শোকবার্তায় সংগঠনের পক্ষ থেকে সাংবাদিক,সমাজসেবী ও কমিউনিটি সংগঠক আলহাজ্ব আশরাফ আহমদ এর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারবর্গ এর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

অন্যান্য সংগঠনের মধ্যে সাংবাদিক,সমাজসেবী ও কমিউনিটি সংগঠক আলহাজ্ব আশরাফ আহমেদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ‘অরগ্যানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস’-এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট তোজাম্মেল টনি হক এমবিই এবং সেক্রেটারি জেনারেল তফজ্জুল হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও দৈনিক মৌলভীবাজার, মৌমাছি কন্ঠের সম্পাদকমন্ডলীর সভাপতি সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, ইউকে বিডি টিভির ভাইস চেয়ারম্যান, বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম ও ইউকে বিডি টিভির ম্যানেজিং ডিরেক্টর, বৃষ্টল বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার খায়রুল আলম লিংকন এবং ফাইন্যান্স ডিরেক্টর শাহ শাফি কাদির সহ প্রমুখ নেতৃবৃন্দ আলহাজ্ব আশরাফ আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

উল্লেখ্য যে, যুক্তরাজ্যের বার্মিংহাম নগরীতে বসবাসকারী সুপরিচিত সাংবাদিক ও চ্যানেল এস ইউকে’র বার্মিংহাম প্রতিনিধি, নিবেদিতপ্রাণ সমাজসেবী ও বিশিষ্ট কমিউনিটি সংগঠক আলহাজ্ব আশরাফ আহমদ ৩০ নভেম্বর স্থানীয় সময় সকালে বার্মিংহামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রা’জিউন।)

মরহুম সাংবাদিক আশরাফ আহমদ অত্যন্ত বিনয়ী, সজ্জন, সদালাপী এবং বন্ধুবতসল ছিলেন। তাঁর মৃত্যুতে বিলেতে বাংলাদেশী কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
মরহুম আশরাফ আহমেদ একজন নিবেদিতপ্রাণ সমাজসেবী হিসেবে পুরো ইউরোপে বাংলাদেশী কমিউনিটিতে ব্যাপকভাবে সুপরিচিত ছিলেন। বার্মিংহামে একটি মসজিদ কমিটিরও তিনি ছিলেন চেয়ারম্যান। তিনি গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকের ভাইস চেয়ারম্যান এবং অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন অব বাংলা এজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অব দ্য ইউনাইটেড ন্যাশনস-এর প্রতিষ্ঠাকালীন সময় থেকে এর সাথে সম্পৃক্ত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102