সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মণিপুরী ললিতকলায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা শুরু কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত সাবেক ভিসি আরেফিন সিদ্দিক এর মৃত্যুতে প্রবাসীদের শোক ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মহান আল্লাহ তায়ালা নিজ হাতে রোজাদারকে পুরস্কৃত করবেন হৃদয় উজার করে মানুষের জন‍্য কাজ করতে হবে বাংলাবান্ধা সীমান্তে হত্যা বন্ধে বিজিবির কড়া প্রতিবাদ মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার জেনারেল আব্দুর রবের মৃত্যুতে শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জেএসডি এর ঊদৌগে পতাকা উত্তোলন দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত শিশু ধর্ষণের খবর শুনে মৃত্যুর কোলে বাবা

মামলা করেই আয় কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

আয়ের নানান পথ বেছে নেন অনেকে। কেউ সৎ পথে কেউবা বেশি আয়ের জন্য অসৎ পথ বেছে নেন। তবে কিছু মানুষ আছেন যারা কঠোর পরিশ্রম না করে শুধু বুদ্ধি খাটিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন। যাদের অনেকের কথা আমরা জানতে পারি বিভিন্ন মাধ্যমে।

আজ এমনই এক ব্যক্তির কথা জানাব যিনি অন্যের বিরুদ্ধে মামলা করেই কোটি কোটি টাকা আয় করেছেন। আমেরিকান বাসিন্দা জোনাথন লি এখনো পর্যন্ত ২৬০০টি মামলা করেছেন। মামলাগুলোর মধ্যে একাধিক মামলায় জিতেছেন আর ক্ষতিপূরণ হিসেবে কোটি কোটি টাকা আয় করেছেন।

প্রথম জীবনে তিনি মামলা দায়ের করেছিলেন নিজের মায়ের নামে। অভিযোগ করেছিলেন তার প্রতি অবহেলা করেছেন মা। সেই মামলায় জিতেও যান, টাকাও পান মোটা অঙ্কের। মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে জোনাথন ২০ হাজার মার্কিন ডলার পান। মায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে জিতে যাওয়ার পরই মামলা দায়ের করে টাকা আয়ের দিকে ঝোঁকেন জোনাথন।

একের পর মামলা দায়েরের পর্ব চলতে থাকে। বাদ পড়েননি কেউ। জোনাথন মামলা দায়েরের জন্য বেছে নেন বন্ধুবান্ধব, আত্মীয় পরিজন, পুলিশ অফিসার, প্রতিবেশী, হবু স্ত্রী, কোর্টের বিচারককেও। এমনকি জর্জ ডব্লিউ বুশের নামেও মামলা ঠুকেছেন জোনাথন।

এখন পর্যন্ত ২৬০০ মামলা দায়ের করেছেন জোনাথন। আর যেসব মামলায় জিতেছেন সেইগুলোর থেকে ক্ষতিপূরণ হিসেবে এখন পর্যন্ত আয় করেছেন ৮ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮৭ কোটি ৯০ লাখ ৮৩ হাজার টাকা।

বিশ্বের সবচেয়ে বেশি মামলা করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নাম তোলেন জোনাথন। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক মামলা দায়ের করা ব্যক্তি হিসেবে জোনাথনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

তবে এই রেকর্ডের জন্য জোনাথন গিনেস বুক অব রেকর্ডসের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অভিযোগ করেছিলেন, অনুমতি ছাড়াই রেকর্ডসে লেখা হয়েছে তার ব্যক্তিগত জীবন যা আইনের পরিপন্থী। এই মামলাতেও ক্ষতিপূরণ হিসেবে তিনি জিতে নেন ৫০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় ৫৪ লাখ ৯৪ হাজার ২৭০ টাকা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102