মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

নৌকার টিকিট তারকাদের মধ্যে পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল নিয়ে নানা বিতর্কের মধ্য দিয়ে দীর্ঘ যাচাই-বাছাইয়ের পর সারা দেশে ২৯৮ আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রবিবার (২৬ নভেম্বর) বিকেলে সেই তালিকা প্রকাশ করে দলটি। এদিন ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করার কথা থাকলেও শেষ পর্যন্ত নারায়ণগঞ্জ ৫ ও কুষ্টিয়া ২ আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি। অন্যদিকে বর্তমান এমপিদের অনেকেই বাদ পড়েছেন চূড়ান্ত তালিকা থেকে। তাছাড়া এবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়ছেন বেশকিছু নতুন মুখ।

এ বছর প্রায় ডজনখানেক তারকা আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছিলেন। ঢাকা–১০ ও ঢাকা–১৮ আসন থেক মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ-২ আসন থেকে ক্ষমতাসীন দলটির মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি।

এদিকে, পাবনা-৫ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রযোজক আরশাদ আদনান। পাশাপাশি ঢাকা-১৭ এবং টাঙ্গাইল-১ আসনের জন্য মনোনয়নপত্র কিনেছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এছাড়া বরিশাল-৩ আসনের মনোনয়নপত্র কিনেছেন চিত্রনায়ক রুবেল। আর ‘বাগেরহাট-৩’থেকে মনোনয়নপত্র নিয়েছেন চিত্রনায়ক শাকিল খান।

অন্যদিকে, ঝিনাইদহ-১ আসন থেকে ‘ম্যাডাম ফুলি’ খ্যাত নায়িকা সিমলা, আর ‘মানিকগঞ্জ-২’ আসন থেকে সংগীতশিল্পী মমতাজ ও ‘নীলফামারী-২’ আসন থেকে মনোনয়নপত্র কিনে জমা করেছেন আসাদুজ্জামান নূর। এ ছাড়া মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান, নড়াইল-২ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

তাদের মধ্যে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন– ‘নীলফামারী-২’ আসন থেকে আসাদুজ্জামান নূর, ‘মানিকগঞ্জ-২’ আসন থেকে সংগীতশিল্পী মমতাজ ও ঢাকা–১০ আসন থেকে ফেরদৌস আহমেদ, মাগুরা-১ আসন থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান, নড়াইল-২ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102