শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :

সিলেটে ১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে প্রবেশ করছে বাংলাদেশ। সিলেটে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে দুই দল মুখোমুখি হবে ২৮ নভেম্বর। চায়ের নগরীতে বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচ উপভোগ করা যাবে মাত্র ১০০ টাকায়।

সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ১ হাজার টাকা মূল্য নির্ধারিত করে সিলেট টেস্টের টিকিট ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গ্রিন গ্যালারি ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা, পূর্ব গ্যালারি ২০০ টাকা। ৩০০ টাকা খরচ হবে ক্লাব হাউজে বসে খেলা দেখতে। আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা।

লাক্কাতুরা সিলেট স্টেডিয়ামের টিকিট কাউন্টারে মিলবে এই টিকিট। এ ছাড়া পাওয়া যাবে রিকাবিবাজার সিলেট জেলা স্টেডিয়ামের বুথে। ২৭ নভেম্বর থেকে ম্যাচ চলাকালীন প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা ৩০ পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

সিলেটে এই টেস্টকে ঘিরে চলছে উৎসবের আমেজ। দুই দল ইতোমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। সিলেটে প্রথমবার টেস্ট হয় ২০১৮ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর গত পাঁচ বছরে আর কোনো টেস্টের মুখ দেখেনি নয়নাভিরাম এই স্টেডিয়ামটি। এবার শক্তিশালী নিউ জিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে সেই গেরো কাটছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102