পবিত্র ঈদে মিলাদুন্নবী সাঃ যথাযোগ্য মর্যাদা পালন করে শ্রীমঙ্গলের বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। এ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা ব্যাপী র্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল গাউছুল আজম জামে মাসজিদ থেকে শহরে জুসনে জুলুস বের হয়। তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয় সকাল ১০টায় আলোচনা সভা ও সকাল ১১টায় বর্ণাঢ্য র্যালি শ্রীমঙ্গল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে ১০ টায় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসায় অনুষ্ঠিত হয় আলোচনা ও মিলাদ মাহফিল। সংগঠনের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ রাকিবুল ইসলাম সালেহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম চৌধুরীর পরিচালানায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় প্রচার সম্পাদক এম এ জলিল, প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আলী রাব্বি রতন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল ইসলাহ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান মাদানি, শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম দাখিল মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা মাহবুব আহমেদ সালেহ, আল ইসলাহ্ শ্রীমঙ্গল উপজেলা শাখার সহ-সভাপতি হাজী কেরামত আলী, উপদেষ্টা কাজী ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি মোঃ আবুল কাশেম, সাবেক সভাপতি প্রভাষক মঈনুল ইসলাম জাকির, সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, ভূনবীর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা জয়নাল আবেদিন, উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হান, উপজেলা শাখার সহ সম্পাদক (শিক্ষা ও সাংস্কৃতিক) একরামুল হক সোহাগ প্রমূখ।
নিউজ /এমএসএম