সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:১৯ অপরাহ্ন

শ্রীমঙ্গল ইসলামী ব্যাংকে ‘শরী‘আহ্ পরিপালন বিষয়ক’ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৫ এই পর্যন্ত দেখেছেন

শ্রীমঙ্গল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিনিয়োগ গ্রাহকদের নিয়ে “ব্যাংকিং কার্যক্রমে শরী’আহ্ পরিপালন” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ব্যাংকে অনুষ্ঠিত কর্মশালায় ইসলামী ব্যাংকের অত্র এলাকার বিনিয়োগ গ্রাহকরা উপস্থিত ছিলেন।

শাখা প্রধান ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ মুজিবুর রহমান মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক প্রধান কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও শরী’আহ্ সেক্রেটারিয়েট মোঃ শাহজাহান শেখ।

অনুষ্ঠানের সঞ্চালনা ও মূল বক্তব্য উপস্থাপন করেন ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ রহমত উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের ম্যানাজার অপারেশন ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার গোলাম মাওলা আকন্দ। এছাড়াও বক্তব্য রাখেন প্রিন্সিপাল অফিসার ও ব্যাংকের ইনভেষ্টমেন্ট ইনচার্জ শেখ কামাল হাসান নিজামী। এতে উপস্থিত ছিলেন ব্যাংকের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102