সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৫৭ অপরাহ্ন

ঢাকায় বৈঠক করবেন ম্যাক্রো ও ল্যাভরভ

কূটনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫১ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ার ইতিহাসের প্রথম কোনো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসছেন সের্গেই ল্যাভরভ এবং ৩৩ বছর পর কোনো ফরাসি প্রেসিডেন্ট হিসেবে ঢাকায় আসছেন ইমানুয়েল ম্যাক্রো। তারা ঢাকায় বৈঠক করবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর ঢাকা সফর করবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ। এরপর ১১ সেপ্টেম্বর আসবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো।

প্রসঙ্গত, ভারতের আয়োজনে জি২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি সফর করবেন বিশ্বনেতারা। রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং ফরাসি প্রেসিডেন্টও অংশ নেবেন এতে। এর ফাঁকেই তারা ঢাকা সফর করবেন। এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাবেন ৮ সেপ্টেম্বর। সেখানে তিনি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102