সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৯:৫৮ অপরাহ্ন

মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার অভিযোগ

বিএনপি নেতা জি কে গউছ রিমান্ডে

আদালত প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৭৬ এই পর্যন্ত দেখেছেন

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার বিএনপির কেন্দ্রীয় সমবায়বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছকে রিমান্ডে নেয়া হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ তার দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর তার বিরুদ্ধে জিডির সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন ডিবির এসআই আফতাবুল ইসলাম।

রিমান্ড আবেদনে বলা হয়, এ আসামি হবিগঞ্জ সদর মডেল থানায় ২০১৫ সালে দায়ের করা একটি মামলার পলাতক আসামি। মামলার এজাহার নামীয় পলাতক আসামিদের সাথে যোগসাজসে হবিগঞ্জ সদর আসনে নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির এবং তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতকে হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে। হত্যার ষড়যন্ত্রের মূল রহস্য উদঘাটন এবং এজাহার নামীয় পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে তার দশ দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা।

এর আগে, গত ২৯ আগস্ট বিকালে রাজধানীর কাকরাইল এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102