বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৯ পূর্বাহ্ন

বায়ু দূষণের শীর্ষে ঢাকা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৬১ এই পর্যন্ত দেখেছেন

আবারও বায়ু দূষণের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকার নাম। ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৮২। যা দূষণের দিক থেকে অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়। আর দূষণের শীর্ষে অবস্থান করছে।

বুধবার সকাল ৭টা ৪৩ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী এ তথ্য জানা গেছে।

তালিকায় দূষিত বাতাসের শহরের তালিকায় ১৭০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ইন্দোনেশিয়ার জাকার্তা, ভারতের কলকাতা রয়েছে ১৫৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে। ১৫৫ স্কোর নিয়ে চর্তুথ স্থানে কাতারের দোহা এবং পাকিস্তানের লাহোর রয়েছে ১৫২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে।

প্রসঙ্গত, সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন: বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এদিকে ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102