সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন

লিটনের পরিবর্তে যাচ্ছেন বিজয়

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩
  • ৬৪ এই পর্যন্ত দেখেছেন

অসুস্থতার কারণে এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড থেকে বাদ পড়েছেন লিটন দাস। তার বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়।বৃহস্পতিবার (৩০ আগস্ট) সকালে বাংলাদেশের স্কোয়াডে বিজয়ের অন্তর্ভুক্তির বিষয়টি জানিয়েছে বিসিবি। আজ বেলা আড়াইটার  ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে উড়াল দেবেন বিজয়।

প্রথমে তামিম এরপর চোটের কারণে ছিটকে যান পেসার এবাদত। এখন ভাইরাস জ্বরে আক্রান্ত হয়ে দল থেকে বাদ পরলেন লিটন দাসও। তামিমের অনুপস্থিতিতে ওয়ানডে ফরম্যাটের ওপেনিংয়ে দলের বড় ভরসা ছিলো এ সহ-অধিনায়ক।

এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডেও ছিলেন না বিজয়। তবে বাংলাদেশ টাইগার্সের হয়ে ক্যাম্প করছিলেন তিনি। মুঠোফোনে বিজয় জানান তিনি সুযোগ কাজে লাগানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন।

‘আমাকে চট্টগ্রামে টাইগার্সের ম্যানেজার বলেছে অনুশীলন করতে থাকো, ডাক আসতে পারে। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো সুযোগ কাজে লাগানোর জন্য।’- বলেছেন বিজয়।

বিজয় সবশেষ জাতীয় দলের হয়ে খেলেন গত ডিসেম্বরে ভারতের বিপক্ষে। সেই ম্যাচে ৭ বলে ৮ রান আসে এই ব্যাটসম্যানের ব্যাট থেকে। এরপর বাংলাদেশ ইংল্যান্ড-আফগানিস্তান-আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেললেও বিজয় সুযোগ পাননি।

লিটনের অসুস্থতায় পেয়ে গেছেন এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে খেলার সুযোগ। গত এশিয়া কাপেও বিজয় খেলেছিলেন। তবে প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ১৪ বলে ৫ রান করে বাদ পড়েন পরের ম্যাচেই। এবার কি সুযোগ কাজে লাগাতে পারবেন? জানা যাবে বিজয়ের প্রথম ম্যাচের দিন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102