সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:০৪ পূর্বাহ্ন

ওমরাহ করতে যাচ্ছেন রাখি, সকলের কাছে দোয়া চাইলেন

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৬০ এই পর্যন্ত দেখেছেন

বলিউডের অন্যতম একটি আলোচিত নাম রাখি সাওয়ান্ত। প্রতিনিয়ত বিতর্কের মধ্যে থাকেন তিনি। পোশাক আর ব্যক্তিগত জীবন নিয়ে মিরোনামে থাকা তার রুটিনে পরিণত হয়েছে। নিজেকে খবরের শিরোনামে রাখতে সিদ্ধান্ত তার। এবার আরেকবার নিজের ব্যক্তিগত জীবন আলোচনায় এসেছেন বলিউডের কন্ট্রোভার্সি কুইন। তার ওমরাহ যাওয়ার পথের একটি ভিডিও ভাইরাল হয়েছেন নেট পাড়ায়।

তবে সব বিতর্ক পেছনে ফেলে ওমরাহ করতে সৌদি আরবে উড়ে গেলেন রাখি সাওয়ান্ত। শুক্রবার সৌদি আরবের উদ্দেশ্যে ভারত ছাড়েন এই অভিনেত্রী। রাখি সাওয়ান্ত ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিও পোস্ট করেন। তাতে দেখা যায়, বিমানে বসে আছেন রাখি। তার পরনে বোরকা ও হিজাব। এ সময় তিনি বলেন, আমি খুব আনন্দিত। প্রথমবারের মতো ওমরাহ করতে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।

ওমরাহ করতে যাচ্ছেন রাখি, দোয়া চাইলেন সবার

গত বছর আদিল ডুরানির সঙ্গে পরিচয় হয় রাখির। সম্পর্কের তিন মাসের মাথায় বিয়ে করেন তারা। গত বছরের জুলাই মাসে দুবাইয়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এজন্য ইসলাম ধর্ম গ্রহণ করেন রাখি। নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা। বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গয়না চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিল গ্রেপ্তারও হন। জেল থাকা অবস্থায় আদিলকে ডিভোর্স দেন রাখি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102