সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৪ পূর্বাহ্ন

বিগ ব্যাশের ড্রাফটে বাংলাদেশি ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ৫৯ এই পর্যন্ত দেখেছেন

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের প্লেয়ার্স ড্রাফটে নাম আছে তিন বাংলাদেশি ক্রিকেটারের। এর মধ্যে ছেলেদের বিভাগে নাম এসেছে স্পিনার তাইজুল ইসলাম এবং অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা রিপন মণ্ডলের। মেয়েদের বিভাগে নাম এসেছে পেসার জাহানারা আলমের।

আজ সোমবার ২৯টি দেশের ৩৭৬ জন বিদেশি ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মেয়েদের বিভাগে নাম প্রকাশ করা হয়েছে ১২২ জন ক্রিকেটারের।

বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত শুধু সাকিবই খেলেছেন বিগ ব্যাশে। ২০১৪ সালে অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলার পরের মৌসুমে খেলেছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। গত আসরের ড্রাফটে ছিলেন রিপন, আল আমিন হোসেন ও শফিউল ইসলাম। তবে শেষ পর্যন্ত জায়গা পাননি কেউই।

ড্রাফটে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ইংল্যান্ডের। দেশটি থেকে আছেন ১৪৪ ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ থেকে ড্রাফটে আছেন ৪৬ ও পাকিস্তান থেকে আছেন ৩০ জন। মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান, নাসিম শাহ ও হারিস রউফদের মতো ক্রিকেটাররা এবারের ড্রাফটে নাম লিখিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102