মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:১২ অপরাহ্ন

নারী বিশ্বকাপ ফুটবল

আজ ফাইনালের মুখোমুখি স্পেন-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন

সিডনি অলিম্পিক পার্কের অস্ট্রেলিয়া স্টেডিয়ামে আজ রবিবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় নারী বিশ্বকাপে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড।

দুই দলই এবার নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনাল ম্যাচ খেলবে। তাই দুই দলেরই মূল লক্ষ্য নিজেদের প্রথম বিশ্বকাপ ফাইনাল রাঙিয়ে শিরোপা জয় করা।

শেষ হতে চলা এই টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গতকাল স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে সুইডেন নারী ফুটবল দল।

এবারের নারী বিশ্বকাপে শুরু থেকেই দেখা যাচ্ছে একের পর এক চমক। শীর্ষ দলগুলোর একটিও এবার জায়গা করে নিতে পারেনি শেষ চারে।

সবশেষে ফাইনালের লড়াইয়ের জন্য টিকে রয়েছে ইংল্যান্ড নারী ফুটবল দল ও স্পেন। দুই দলের মধ্যে সবকিছু বিবেচনায় আনলে শক্তিশালী ইংলিশ নারীরাই।

এ পর্যন্ত মোট ১১ বার মুখোমুখি হয়েছে স্প্যানিশ ও ইংলিশ নারীরা। এর মধ্যে ২টি ম্যাচে জয় পেয়েছে স্পেন, ৬টি ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ও বাকি ৩টি ম্যাচ শেষ হয়েছে সমতায়।

ঘরের মাঠে একটি জয়ও পায়নি স্পেনের নারীরা। তাদের পাওয়া দুটি জয়ই প্রতিপক্ষ ইংল্যান্ডের মাটিতে। আরেকদিকে ইংলিশরা নিজেদের মাটিতে একটি ম্যাচ ও প্রতিপক্ষের মাটিতে বাকি ৫টি ম্যাচ জিতেছে।

আগে অনুষ্ঠিত সব ম্যাচ ও ফিফা র‌্যাঙ্কিং বিবেচনায় এগিয়ে থাকে ইংল্যান্ডই। ফিফা নারী ফুটবল র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের অবস্থান চতুর্থ স্থানে, আরেকদিকে স্পেন অবস্থান করছে তালিকার ৬ নম্বরে। তবে এবার দুর্দান্ত ফর্মে আছে স্পেনের নারীরাও।

এবারের বিশ্বকাপেই তারা প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলার মর্যাদা অর্জন করে। আর এবারই লড়াই করে তারা ফাইনালে পা রেখেছে। তাই এবার স্পেনের শিরোপা জয় নিয়ে আশায় বুক বাঁধছেন স্প্যানিশ সমর্থকরা।

নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের চারটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে স্পেন নারী ফুটবল দল। এর মধ্যে তারা সর্বশেষ সেমিফাইনালের ম্যাচে সুইডেন দলকে ২-১ গোলে হারিয়েছে। আগের ম্যাচে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে নেদারল্যান্ডসের নারীদের ২-১ ব্যবধানে হারায় স্প্যানিশ নারীরা।

সুইজারল্যান্ডের বিপক্ষে স্পেনের জয় ছিল ৫-১ গোলের বিশাল ব্যবধানে। জাম্বিয়ার বিপক্ষেও তারা ৫-০ গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছিল। স্প্যানিশ নারীদের হারা ম্যাচটি ছিল জাপানের বিপক্ষে, ৪-০ গোলের ব্যবধানে।

আরেকদিকে সর্বশেষ ৫ ম্যাচে হারার রেকর্ড নেই ইংল্যান্ডের। ৪টি ম্যাচে জয় ও একটি ম্যাচে সমতায় নিয়ে মাঠ ছেড়েছে তারা। ডেনমার্কের বিপক্ষে প্রথমে ১-০ ব্যবধানে জয়ের পর তারা চীন দলকে হারায় ৬-১ গোলের বড় ব্যবধানে।

এরপর নাইজেরিয়ার বিপক্ষে গোলশূন্য সমতায় ম্যাচ শেষ করে ইংলিশ নারীরা। শেষ আটের লড়াইয়ে তাদের বিপক্ষে ২-১ গোলে হারে কলম্বিয়া, এরপর সেমিতে স্বাগতিক অস্ট্রেলিয়া হারে ৩-১ ব্যবধানে। ছন্দ বজায় রেখে লড়াই করে শেষ পর্যন্ত কোন দল ঘরে শিরোপা নিয়ে যাবে তা জানা যাবে আজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102