মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ১০:৩১ অপরাহ্ন

যে কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে আকরাম খানের সাক্ষাৎ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১১ এই পর্যন্ত দেখেছেন

সামনে এশিয়া কাপ আর বিশ্বকাপের বড় দুই আসর। এমন দুই ইভেন্ট নিয়ে উৎসাহের কমতি নেই ক্রিকেট ভক্তদের। যে তালিকায় আছে দেশের প্রধানমন্ত্রীর নামটাও। খেলার প্রতি যার আগ্রহ সবসময়ই তুঙ্গে। আর সেকারণেই হয়ত বৃহস্পতিবার গণভবনে বিসিবির দুই পরিচালক আকরাম খান এবং খালেদ মাহমুদ সুজনকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর খেলাপ্রীতির কথা অজানা নয় কারোরই। বাংলাদেশের বহু জয়ে ভিআইপি গ্যালারিতে লাল-সবুজের পতাকা নিয়ে দেখা গিয়েছে তার হাস্যোজ্জ্বল মুখ। স্টেডিয়ামে না থাকলেও ফোনের ওপাশ থেকে নিয়েছেন খেলার খবর। বিশ্বকাপের আগেও তাই আকরাম খানদের ডেকে নিয়ে আলাপ তার।

সাক্ষাতের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলেন, ‘আমরা সৌজন্য সাক্ষাত করতে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী খুবই ব্যস্ত ছিলেন তবুও তিনি আমাদের সময় দিয়েছেন। তামিমের ঘটনার সময় তিনি আমার কথা জিজ্ঞাসা করেছিলেন। তখন আমি দেশের বাইরে ছিলাম। দেশে ফেরার পর সৌজন্য সাক্ষাত করলাম।’

বিসিবির দুই পরিচালক গিয়েছেন গণভবনে, তাই সৌজন্য সাক্ষাতের দিনেও ক্রিকেটের প্রসঙ্গটাও উঠে এলো ভালোভাবেই, ‘ক্রিকেট নিয়ে কিছু আলাপ আলোচনা হয়েছে, তিনি বলেছেন ক্রিকেটটা যেন বিশ্বকাপে এবং এশিয়া কাপে ভালভাবে হয়, এগুলো নিয়েই (কথা হয়েছে), এর বাইরে তেমন কিছু না। বিশ্বকাপে সেমিফাইনাল বা ফাইনাল খেলার কথা কিছু বলেননি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় ভালো খেলার কথা বলেন, কখনো প্রেশার দেন না। বাংলাদেশ যেন ভালো করতে পারে, নাম করতে পারে এটাই চাওয়া প্রধানমন্ত্রীর।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102