সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

আজ ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ১৯ আগস্ট, ২০২৩
  • ১১০ এই পর্যন্ত দেখেছেন

আধুনিক শিল্প হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ফটোগ্রাফি। প্রায় সবার কাছেই এখন স্মার্টফোন রয়েছে। সময়ের সঙ্গে তাই ফটোগ্রাফি হয়ে উঠেছে মানুষের চাহিদার অন্যতম একটি বিষয়। কেউ শখ করে, আবার কেউ পেশা হিসেবেই বেছে নিয়েছেন ফটোগ্রাফিকে। আজ ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’।

এই শিল্পের শুভ সূচনা ১৮৩৯ সালের ১৯ আগস্ট ‘ড্যাগুইরিয়ো টাইপ’ ফটোগ্রাফি মুক্তি লাভের মধ্য দিয়ে। দিনটিকে স্মরণ করতে এবং শুরু থেকে আজ পর্যন্ত ফটোগ্রাফির অগ্রযাত্রায় যেসব মানুষ নিরলস কাজ করে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই পালন করা হয় ‘বিশ্ব ফটোগ্রাফি দিবস’। বিশ্বের ১৭০টিরও বেশি দেশে এই দিবসটি পালন করা হয়।

নাইসফোর নিপেক ও লুইস ডেগুইর ১৮৩৭ সালে ‘ডেগুইরিয়ো টাইপ’ ফটোগ্রাফিক সিস্টেম আবিষ্কার করেন। বিজ্ঞানী লুইস ড‍্যাগুইর সর্বপ্রথম ছবি তোলার ব্যবহারিকের গুরুত্ব এবং উপায় আবিস্কার করেন। আর তার নাম অনুসারে ছবি তোলার এই উপায়ের নাম দেওয়া হয় ‘ড‍্যাগুইরিয়ো টাইপ’ ফটোগ্রাফি।

১৮৩৯ সালের ১৯ আগস্ট ‘ফ্রেন্স একাডেমি অফ সায়েন্স’ প্যারিসে একটি জনসভার আয়োজন করে। সেখানে কীভাবে ছবি তোলা হয়, সেটি সবাইকে দেখানো হয়। ১৮৩৯ সালের ১৯ আগস্ট ফরাসি সরকার এই দিনকে বিশ্ব ফটোগ্রাফি দিবস হিসেবে ঘোষণা করে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102