রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

ভুল কেন্দ্রে যাওয়া পরীক্ষার্থীকে সঠিক কেন্দ্রে পৌঁছে দেয়া হচ্ছে

এইচএসসি ও সমমানের পরীক্ষা: সাপোর্ট কার্যক্রম পরিচালনা করছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিতে এসে এক শিক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে যায়। পরে পুলিশের সহযোগীতায় ওই শিক্ষার্থীকে তার নিজ কেন্দ্রে পৌঁছে দেয়া হয়।

বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর আগমুহূর্তে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীকে কাফরুল থানা এলাকার তার নিজ কেন্দ্রে পৌঁছে দেয় মিরপুর মডেল থানার পুলিশ।

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে সাপোর্ট কার্যক্রম পরিচালনা করছে মিরপুর মডেল থানা পুলিশ। এই উদ্যোগের আওতায় ভুল কেন্দ্রে চলে যাওয়া শিক্ষার্থীদের পুলিশের গাড়িতে মূল কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। পাশাপাশি যানজটে আটকা শিক্ষার্থীদের পুলিশের মোটরসাইকেলে কেন্দ্রে পৌঁছে দেয়া, ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসলে তা আনতেও সহযোগিতা করা হচ্ছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এইসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা মিরপুর মডেল থানা থেকে সাপোর্ট কার্যক্রম পরিচালনা করছি। এ সময় মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে একজন ছাত্রী চলে আসে। যার কেন্দ্র ছিল ঢাকা মডেল কলেজ। পরে আমার ইন্সপেক্টর (অপারেশন) কামরুল আমার গাড়িতে তাকে তার নিজ কেন্দ্রে পৌঁছে দিয়ে আসেন।

পৌঁছে দেয়ার পর ওই ছাত্রী বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানিয়ে মিরপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) কামরুল বলেন, আমাদের কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা, আমরা সেটাই করেছি। ওই ছাত্রীকে পৌঁছে দেয়ার পর সে খুবই খুশি হয়েছে। মন থেকে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে।

ওসি মোহসীন বলেন, পরীক্ষা শুরুর দিন আজ সকালে কেন্দ্রের সামনে ফুল, কলম এবং চকলেট দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে।

এদিকে, এবার আগে থেকেই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। সে অনুযায়ী প্রায় সবাই নির্ধারিত সময়েই কেন্দ্রে চলে যান। আর যারা একটু দেরিতে আসেন, তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ রেজিস্টারে লিখে নিয়ে প্রবেশ করতে হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102