বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষায় অংশ নিতে এসে এক শিক্ষার্থী ভুল করে অন্য কেন্দ্রে চলে যায়। পরে পুলিশের সহযোগীতায় ওই শিক্ষার্থীকে তার নিজ কেন্দ্রে পৌঁছে দেয়া হয়।
বৃহস্পতিবার সকালে পরীক্ষা শুরুর আগমুহূর্তে মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে। পরে ওই ছাত্রীকে কাফরুল থানা এলাকার তার নিজ কেন্দ্রে পৌঁছে দেয় মিরপুর মডেল থানার পুলিশ।
চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষাকে কেন্দ্র করে সাপোর্ট কার্যক্রম পরিচালনা করছে মিরপুর মডেল থানা পুলিশ। এই উদ্যোগের আওতায় ভুল কেন্দ্রে চলে যাওয়া শিক্ষার্থীদের পুলিশের গাড়িতে মূল কেন্দ্রে পৌঁছে দেয়া হয়। পাশাপাশি যানজটে আটকা শিক্ষার্থীদের পুলিশের মোটরসাইকেলে কেন্দ্রে পৌঁছে দেয়া, ভুলে প্রবেশপত্র বাসায় রেখে আসলে তা আনতেও সহযোগিতা করা হচ্ছে।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, এইসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা মিরপুর মডেল থানা থেকে সাপোর্ট কার্যক্রম পরিচালনা করছি। এ সময় মিরপুর গার্লস আইডিয়াল কলেজ কেন্দ্রে একজন ছাত্রী চলে আসে। যার কেন্দ্র ছিল ঢাকা মডেল কলেজ। পরে আমার ইন্সপেক্টর (অপারেশন) কামরুল আমার গাড়িতে তাকে তার নিজ কেন্দ্রে পৌঁছে দিয়ে আসেন।
পৌঁছে দেয়ার পর ওই ছাত্রী বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বলে জানিয়ে মিরপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) কামরুল বলেন, আমাদের কাজ হচ্ছে মানুষকে সাহায্য করা, আমরা সেটাই করেছি। ওই ছাত্রীকে পৌঁছে দেয়ার পর সে খুবই খুশি হয়েছে। মন থেকে পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছে।
ওসি মোহসীন বলেন, পরীক্ষা শুরুর দিন আজ সকালে কেন্দ্রের সামনে ফুল, কলম এবং চকলেট দিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে।
এদিকে, এবার আগে থেকেই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের নির্দেশনা ছিল। সে অনুযায়ী প্রায় সবাই নির্ধারিত সময়েই কেন্দ্রে চলে যান। আর যারা একটু দেরিতে আসেন, তাদের নাম, রোল নম্বর, প্রবেশের সময় ও বিলম্বের কারণ রেজিস্টারে লিখে নিয়ে প্রবেশ করতে হয়েছে।
নিউজ /এমএসএম