রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

রানওয়েতেও বন্যা

জার্মানির ফ্রাঙ্কফুর্টে ৭০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

প্রবল বর্ষণ ও বজ্রপাতের কারণে বুধবার ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে জার্মানির হেসে রাজ্যে। প্রকৃতির এই আকস্মিক বিরূপতার প্রভাব পড়েছে জার্মানির সবচেয়ে বড় বিমানবন্দরেও। রানওয়ে ডুবে যাওয়ায় দেশের সবচেয়ে বড় এয়ারপোর্টে আটকে পড়েন কয়েক হাজার মানুষ। প্রাথমিক পর্যায়ে বিমান অবতরণ করলেও যাত্রীরা নামতে পারেননি।

ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এমন পরিস্থিতিতে প্রাথমিকভাবে ৭০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে তাদের বিবৃতি দেয়ার আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, রানওয়েতে অথৈ পানি, সেই পানিতে ঠায় দাঁড়িয়ে আছে কিছু বিমান আর তারই পটভূমিতে আকাশে চলছে সশব্দ বিদ্যুৎ চমকের আলো-আঁধারি। খবর ইউরো নিউজের।

জার্মানির কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর (ডিডব্লিউডি) বুধবার বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল; কিন্তু তারপর পর্যাপ্ত সময়ের অভাবে ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষে যাত্রীদুর্ভোগ এড়ানোর ব্যবস্থা করা সম্ভব হয়নি।

রাত আটটা থেকে রাত ১১টা পর্যন্ত রাজ্যের কিছু অঞ্চলের প্রতি বর্গমিটারে ৬০ লিটার বৃষ্টি রেকর্ড করা হয়। আবহাওয়া দপ্তরকে উদ্ধৃত করে মাত্র এক ঘণ্টায় ২৫ সহস্রাধিক বজ্রপাতের খবর দেয় হেসে রুন্ডফুঙ্ক।

এমন পরিস্থিতিতেই ফ্রাঙ্কফুর্টের আকাশসীমার দিকে যেসব বিমান এগিয়ে আসতে থাকে, সেসব বিমানে জরুরি বার্তা পাঠানো হয়। এতে অন্তত ২৩টি বিমানের যাত্রীদের মাটিতে নেমেও দীর্ঘক্ষণ বিমানে বসে থাকতে হয়েছে।

সেই বিমানগুলো ফ্রাঙ্কফুর্ট থেকে মুখ ঘুরিয়ে গিয়ে নামে অন্য এয়ারপোর্টে। প্রাথমিকভাবে ৭০টি ফ্লাইট বাতিল করার কথা জানায় ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দর কর্তৃপক্ষ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102