মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

গণভবনে

প্রধানমন্ত্রীর হাতে ‘১৯৭১: সেই সব দিন’ সিনেমার পোস্টার

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ১৪২ এই পর্যন্ত দেখেছেন

মুক্তিযুদ্ধের গল্পে সরকারি অনুদানপ্রাপ্ত ‘১৯৭১ সেই সব দিন’ নামের সিনেমাটি শুক্রবার ১৮ আগস্ট দেশজুড়ে মুক্তি পাচ্ছে। বৃহস্পতিবার গণভবনে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন সিনেমাটির নির্মাতা হৃদি হক, চিত্রনায়ক ফেরদৌস, অভিনেত্রী তারিন, লাকী ইনামসহ আট সদস্যের প্রতিনিধিদল।

May be an image of 5 people, dais and text

এ সময় তারা প্রধানমন্ত্রীর হাতে সিনেমাটির পোস্টার তুলে দিয়েছেন। নন্দিত অভিনেত্রী ও নির্মাতা হৃদি হক পরিচালিত প্রথম সিনেমা এটি। সিনেমাটি সম্পর্কে তার মূল্যায়ন-‘১৯৭১ সেই সব দিন’ তীব্র ভালোবাসা আর আশা-আকাঙ্ক্ষার গল্প।

May be an image of 7 people, dais and text that says '4도 বঙ্গবন্ধুকন্য প্রধানমন্ত্রী হাসিনারসঙ্গে বৃহস্পতিবার (১৭ আগস্ট ২০২৩) গণভবনে মুক্তিযুদ্ধভিত্তিক আগস্ট ২০২৩) দেশজুড়ে পাচ্ছে ফেরদৌস, লাকুশলীরা সাক্ষাৎ রত হাতে সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি শুক্রবার ইয়াসিন জয়/ফোকাস নিউজ'

সিনেমাটির গল্প দর্শককে কাঁদাবে-হাসাবে, সেই সঙ্গে একাত্তরকে অনুভব করাবে। ‘১৯৭১ : সেই সব দিন’-এর মূল গল্প ভাবনা ড. ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলন ও ১৯৭১ সালের একটি পরিবার এবং সেই সময়ের কিছু ঘটনা নিয়েই এই সিনেমার গল্প।

May be an image of 9 people and text that says 'పಜక 影 Qso বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ শখহাসিনার দেশজুে হস্পতিবার ১৭ ২০২৩) গণভবনে মুক্তিযুদ্ধভিত্তিক লচ্চিত্র ১৯৭১ সেইস দিন'-এর পরিচালব অভিনয় ইনাম ফেরদস, তারিনসহ কলাকুশলীরা সাক্ষাৎ Ûan রেতার হাতে সনেমাটির পোস্টার তুলে দেন সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রটি শুক্রবার'

সিনেমায় অভিনয় করছেন মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, মুনমুন আহমেদ, শিল্পী সরকার অপু, ফেরদৌস, তারিন, লিটু আনাম, সজল, সাজু খাদেম, সানজিদা প্রীতি প্রমুখ। সিনেমাটি পরিচালনার পাশাপাশি অভিনয়ও করছেন হৃদি হক। লিটু আনাম অভিনয়ের পাশাপাশি সিনেমার শিল্প নির্দেশক ও কোরিওগ্রাফার হিসেবেও কাজ করেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102