সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত বোদা উপজেলা বিএনপির সম্মেলনে আব্দুল মান্নান সভাপতি ও আসাদুল্লাহ আসাদ সম্পাদক নির্বাচিত ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান অনুষ্ঠিত বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

ভারতীয় হ্যাকারদের দখলে দেশের ২৫ সরকারি-বেসরকারি ওয়েবসাইট

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

দেশের ২৫টি সরকারি-বেসরকারি ওয়েবসাইট ভারতীয় হ্যাকারদের কবলে পড়েছে। সম্ভাব্য সাইবার হামালার ঝুঁকির মধ্যেই ওয়েবসাইটগুলো এ হ্যাকিংয়ের কবলে পড়ল। হ্যাকিংয়ের স্বীকার হওয়া ওয়েবসাইটের মধ্যে ডিরেক্টর জেনারেল অব হেলথ সার্ভিস ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ওয়েবসাইটের তথ্য ফাঁস হয়েছে বলে জানা গেছে।

জার্মানিভিত্তিক ডয়চে ভেলের খবরে বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে বাংলাদেশে সাইবার হামলার হুমকি দিয়েছিল ভারতীয় হ্যাকারদের একটি দল। এরপর দেশজুড়ে সতর্কতা জারি করা হয়। সতর্কতার মধ্যেই দেশের বিভিন্ন ওয়েবসাইট তথ্য ফাঁসসহ সাইবার হামলার স্বীকার হয়েছে।

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ওয়েবসাইটে প্রায় ১০ হাজার বিনিয়োগকারী এবং বিনিয়োগ আবেদনকারীর গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। যার মধ্যে বিনিয়োগকারীদের নাম, ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, ও সরকারের মিউচুয়াল ফান্ডের তথ্য রয়েছে।

অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ওয়েবসাইট থেকে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে আদায়কৃত রাজস্বের পরিসংখ্যান ফাঁস হয়েছে।

ভারতীয় হ্যাকাররা দাবি করছে, বাংলাদেশ ব্যাংকের ৪০ হাজার রেকর্ডেট তথ্য তাদের দখলে রয়েছে। এছাড়া ভূমি মন্ত্রণালয়ের ভূমি কর পোর্টাল, পুলিশের বিভিন্ন ইউনিট, কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট ও টিকেটিং ওয়েবসাইট হ্যাক হয়েছে।

সাইবার হামালার আশঙ্কা থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর সহায়তায় সরকারি বিভিন্ন সংস্থা ও ব্যাংকগুলো সতর্ক অবস্থানে ছিলো বলে জানায় র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মইন।

দুই মাসের ব্যবধানে দেশের সাইবার জগতে দ্বিতীয়বারের মতো হামলায় তথ্য নিরাপত্তার বিষয়টি আবারও সামনে চলে এসেছে। সাইবার হামালার প্রথম ঘটনাটি ঘটে জুন মাসের ২০ তারিখে।

এদিকে, নির্বাচন কমিশন জাতীয় পরিচয়পত্রের সার্ভারটি গতকাল মঙ্গলবার দুপুরে বন্ধ করে দেয়। রক্ষণাবেক্ষণের কাজ শেষে আজ বুধবার তা খুলে পুনরায় খুলে দেওয়া হয়। সংশ্লিষ্ট বিভাগের তথ্য অনুযায়ী, জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডার বা সার্ভারে সাইবার হামলার কোনো আলামত পাওয়া যায়নি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102