সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন

সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে

শ্রীমঙ্গলে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩
  • ৪৬৩ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত প্রায় ৩৫০ জন রোগীকে চিকিৎসা সেবা দেওয়া হয়। এলাকার হতদরিদ্র রোগীরা বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে বেজায় খুশী হয়েছেন। ক্যাম্পে রোগী দেখেন শ্রীমঙ্গলের দুই জনপ্রিয় ও মানবিক চিকিৎসক ডা.মোঃ নাজেম আল কোরেশী রাফাত এবং ডা.আব্দুল্লাহ আল মামুন।
রোগী, চিকিৎসকসহ যারা পরিশ্রম করে এই চিকিৎসা সেবা আয়োজনকে সাফল্যমন্ডিত করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন ‘সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনে’র সভাপতি ইশরাত নাহার ইরিনা।
ইরিনা নিজে একজন উদ্যোক্তা, তার স্টার্টাপ কোম্পানির নাম “নিজেকে জানো”। এটি বাংলাদেশ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্পের একটি পোর্টফোলিও স্টার্টাপ কোম্পানি। ইরিনার এক ভাই ইসতিয়াক হোসেন সৈকত(প্রতিষ্টাতা) কানাডায় অধ্যয়নরত। বোন ইফফাত নাহার তারানা(প্রতিষ্টাতা) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আরেক ভাই ইমতিয়াজ হোসেন শিহাব(প্রতিষ্টাতা) দেশে অধ্যয়নরত।
এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করছেন সানজিদা আহমেদ সৃষ্টি, বর্তমানে আমেরিকায় অধ্যয়নরত।এছাড়াও এক ঝাক দক্ষ তরুনদের নিয়ে সাজানো হয়েছে এই এসোসিয়েশনের কমিটি, যারা দেশে বিদেশে প্রতিষ্ঠিত। মূলত বাবার আদর্শকে বুকে ধারণ করে চার ভাইবোন মিলে গড়ে তুলেছেন “সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন”।
জানতে চাইলে মরহুম সহিদ হোসেন ইকবালের বড় সন্তান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি ইশরাত নাহার ইরিনা বলেন, আমাদের আব্বু সবসময় নীরবে মানুষের উপকার করে গিয়েছেন এবং আমাদের ভাইবোনকে ছোটবেলা থেকেই শিখিয়েছেন- মানুষের উপকার করতে। তাই আব্বু চলে যাবার পর আমরা চার ভাইবোন মিলে এই ওয়েলফেয়ার এসোসিয়েশন প্রতিষ্ঠা করেছি, শ্রীমঙ্গলে কাজ করার জন্য। মূলত স্বাস্থ্য ও প্রয়োজনীয় বিষয় নিয়ে এডভোকেসী, দারিদ্র্যতা দূরীকরণ এব স্থানীয় পর্যায়ে তরুনদের দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নে কাজ করবে আমাদের এই এসোসিয়েশনটি।
কে এই সহিদ হোসেন ইকবাল ? শ্রীমঙ্গলের রাজনৈতিক অঙ্গণের অত্যন্ত জনপ্রিয় নাম মরহুম সহিদ হোসেন ইকবাল। শ্রীমঙ্গল তথা মৌলভীবাজারের বিগত রাজনৈতিক আন্দোলন সংগ্রাম, বিশেষ করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে অকুতোভয় ত্যাগী এক নেতার নাম সহিদ হোসেন ইকবাল। যার স্বপ্ন ছিলো দূরদর্শিতায় পরিপূর্ণ। ইচ্ছা ছিল জনপ্রতিনিধি হয়ে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করার। ইচ্ছা, স্বপ্ন ও লক্ষ্যকে অপূর্ণ রেখে চলে যেতে হলো পৃথিবীর মায়া ত্যাগ করে। রাজনীতি দিয়ে উত্থান যার, রাজনীতির মাঝেই জীবনাবসান।  ২০২১ সালের ২৮ ডিসেম্বর রোজ মঙ্গলবার রাত ১০.৩৫ মিনিটে চলে গেছেন না ফেরার দেশে।
উল্লেখ্য, ২০২২ সালে বন্যায় “সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন” এর উদৌগে সিলেটের ১১ টি উপজেলায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হয়। এসময় প্রতিটি পরিবারকে এক মাসের বাজার, কাপড় এবং নারীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষার পন্য প্রদান করা হয়।
“জয় বাংলার শক্তি, দক্ষ তারুন্যের মেধা ও প্রযুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গঠিত হয় সহিদ হোসেন ইকবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন। এটি একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যার কেন্দ্রীয় কার্যালয় শ্রীমঙ্গলে।
সংস্থার লক্ষ্য এবং উদ্দেশ্যঃ- জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষমাত্রার উপর ভিত্তি করে এবং চতুর্থ শিল্পবিল্বব মোকাবেলায় পিছিয়ে পড়া স্থানীয় জনগোষ্ঠী এবং তরুনদেরকে দক্ষ করে গড়ে তোলে এবং বিভিন্ন সমস্যা সমাধানের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণই এই সামাজিক এবং অরাজনৈতিক সংগঠনের মূল প্রতিপাদ্য বিষয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102