মধ্য নাইজেরিয়ার চোরাগোপ্তে বন্দুকধারীদের অতর্কিত হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। রোববার রাতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এপি।
সোমবার (১৪ আগস্ট) নাইজেরিয়ার বিমান বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, আহতদের উদ্ধারকারী একটি হেলিকপ্টার সকালে ওই এলাকায় বিধ্বস্ত হয়েছে, যেখানে সেনাবাহিনী অপরাধী গোষ্ঠীর সাথে লড়াই করছে।
সামরিক বাহিনীর একটি সূত্র জানায়, আমরা ২৬ জন সৈন্যকে হারিয়েছি, যার মধ্যে কয়েকজন অফিসার ও বেসামরিক জেটিএফ এনকাউন্টার ছিল এবং বাকি সৈন্য আহত হয়েছে।
হামলাকারীরাও ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে জানিয়ে আরেকটি সূত্র বলেছে, বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে ১১ জনের মরদেহসহ আহত ৭ জনকে নিয়ে আসা হচ্ছিল। সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সেটি হামলাকারীদের ছোড়া গুলিতে ভূপাতিত হয়।
এমআই-১৭১ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করে বিমানবাহিনীর এক মুখপাত্র জানান, সোমবার জুংগেরু থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল।
নিউজ /এমএসএম