বাংলাদেশ-ভারতের বহু নায়িকার সঙ্গে রোমান্স করেছেন ঢালিউড কিং ‘শাকিব খান’। এবার উপমহাদেশের পাট চুকিয়ে খোদ মার্কিন মুলুকের নায়িকার সঙ্গে দেখা যাবে শাকিবকে।
গত বছরের ২৮ মার্চ যুক্তরাষ্ট্রের কুইন্সের ফ্লাশিংয়ে ওয়ার্ল্ডস ফেয়ার মেরিনাতে অনুষ্ঠিত হয় ‘রাজকুমার’ সিনেমার মহরত। এতে শাকিবের নায়িকা হিসেবে আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফিকে পরিচয় করিয়ে দেওয়া হয়। ছবিটির পরিচালক হিমেল আশরাফ। প্রযোজনা করবেন আরশাদ আদনান। শিগগিরই এর শুটিং শুরু হবে বলে জানা গেছে। পরের বছর রোজার ঈদে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে নির্মাতাদের।
প্রযোজক আরশাদ জানান, মিষ্টি এক প্রেমের গল্প ‘রাজকুমার’, যেখানে গল্পের নায়ক হলেন একজন গ্রামের ছেলে। অনেক কষ্ট করে আমেরিকা যাবে সে। সেখানে এক আমেরিকান সুন্দরী মেয়ের বাড়িতে ভাড়া থাকবে। তারপরই কাহিনির বাঁকে এগিয়ে যাবে তাদের প্রেম।
এর আগে নতুন নায়িকা কোর্টনি কফিকে নিয়ে সংবাদমাধ্যমকে শাকিব বলেন, “কোর্টনি কফির সঙ্গে আগে কোনো পরিচয় ছিল না। নায়িকা খোঁজার দায়িত্ব আমরা পেশাদার একটি এজেন্সিকে দিয়েছিলাম। তারা ৮৭ জনের একটা তালিকা আমাদের প্রথমে দেয়। এরপর কয়েকটি ধাপ পেরিয়ে সেরা তিনজন নির্বাচিত হয়। শেষ পর্যন্ত কোর্টনি কফিই আমাদের সঙ্গে আছেন।”
কোর্টনি যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে সিনেমা বিষয়ে পড়াশোনা করেছেন। যুক্ত আছেন থিয়েটারে। এছাড়া একটি শর্ট ফিল্মে তিনি অভিনয় করেছেন বলে জানান শাকিব।
‘প্রিয়তমা’র পর ‘রাজকুমার’ সিনেমার মধ্য দিয়ে আরও একবার দর্শকদের চমক উপহার দিতে চান শাকিব-হিমেল-আদনান ত্রয়ী।
নিউজ /এমএসএম