রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন

এ বছর হজে গিয়ে ৯১ বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

হজ করতে সৌদি আরবে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার ধর্ম মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এতথ্য জানানো হয়েছে।

গত শুক্রবার ফাতেমা বেগম নামে ৫৩ বছর বয়সি ওই নারীর মৃত্যু হয়। তবে তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তথ্য বুলেটিনে জানানো হয়নি।

ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে গিয়ে সব মিলিয়ে ৯১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৬৯ জন পুরুষ, ২২ জন নারী। এর মধ্যে মক্কায় ৭৫ জন, মদিনায় ৫, মিনায় ৭, আরাফায় ২, জেদ্দায় ১ জন ও মুজদালিফায় ১ জন মারা গেছেন।

এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে গিয়েছিলেন হজ করতে। গত ২৭ জুন হজ শেষে এ পর্যন্ত ২৯ হাজার ৪ জন দেশে ফিরেছেন।

আগামী ২ আগস্ট পর্যন্ত হজের ফিরতি যাত্রা চলবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102