মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

শুভশ্রীর জায়গায় জয়া আহসান

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ পাঁচ বছর পর সৃজিতের সিনেমায় ফিরছেন জয়া। শোনা যাচ্ছে, পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের পুজার ছবি ‘দশম অবতার’এ দেখা যতে পারে জয়াকে। যে ছবিতে আসলে অভিনয় করার কথা ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। তবে শুভশ্রী এই মুহূর্তে অন্তঃসত্ত্বা, তাই কাজ করতে পারবেন না।

শুভশ্রীর জায়গায় পরিচালক সৃজিত নাকি এই প্রস্তাব দিয়েছিলেন রুক্মিণী মৈত্রকে। তবে রুক্মিণী নাকি জিৎ এর প্রযোজনা সংস্থার একটি ছবি করছেন, সেকারণে সময় বের করতে পারছেন না। বিনোদনভিত্তিক পোর্টালে সৃজিত মুখার্জি জানিয়েছেন, জয়া চরিত্রটি করছেন। বর্তমানে তিনি পাণ্ডুলিপি পড়ছেন।

এর আগে সৃজিত মুখোপাধ্যায়ের ২০১৫তে মুক্তি পাওয়া ‘রাজকাহিনী’, এবং ২০১৮তে ‘এক যে ছিল রাজা’তে শেষ কাজ করেছিলেন জয়া। তারপর বহুদিন সৃজিতের ছবিতে আর দেখা যায়নি জয়াকে। ২০১৯-এ সৃজিতের ‘শাজাহান রিজেন্সি’তে কাজ করার কথা ছিল জয়ার। তবে সেই ছবিতে ঘনিষ্ঠ দৃশ্য থাকার কারণেই জয়া না বলে দেন।

তারপর জয়ার জায়গায় নেন স্বস্তিকা মুখোপাধ্যায়। যদিও পরে সেই খবর অস্বীকার করে সৃজিত বলেছিলেন, খবরটা ভুল, কারণ তার ওই চরিত্রের জন্য জয়ার থেকেও বেশি স্বস্তিকাকে উপযুক্ত মনে হয়েছিল।

এদিকে মাঝে ‘রাজকাহিনী’, ‘এক যে ছিল রাজা’তে কাজ করার সময়ে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জয়ার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল। টালিপাড়ায় কেউ কেউ বলেন, পরিচালকের কাছ থেকে নাকি বিয়ের প্রস্তাবও পেয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী। তবে যে কোনও কারণেই হোক সেই সম্পর্ক ভেঙে যায়। যদিও সৃজিতের সঙ্গে প্রেমের খবর কোনওদিনই স্বীকার করেননি জয়া। সাফ জানিয়েছেন পুরোটাই গুজব। সূত্র: হিন্দস্থান টাইমস

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102