এনওয়াইবিডিনিউজ ও বাপসনিঊজ এজেন্সির এডিটর, বিশিষ্ট কলামিস্ট, হিউম্যান রাইটস , সিভিল রাইটস এ্যাক্টিভিষ্ট ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন ।
উল্লেখ্য,গত ২৪ অক্টোবর ২০২২ রাতে ম্যানহাটন তাঁর কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় ঝরো হাওয়ার সময় পড়ে গিয়ে মারাত্মকভাবে আহত হন । ম্যানহাটানস্থ এনওয়াই ইউ হাসপাতালে বিশিষ্ট সার্জন ডা: সলিল গ্রন্ডের নেতৃত্বে তাঁর প্রথম সার্জারি সম্পন্ন হয় সোমবার (২৮ নভেম্বর)।অতঃপর দীর্ঘদিন থেরাপি দেয়ার পর গত সেমবার (৫ জুন) একই সার্জনের নেতৃত্বে সাংবাদিক খোকনের দ্বিতীয় দফা সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং নিয়মিত কাজে যোগ দিচ্ছেন ।ডাক্তারের পরামর্শে তাঁকে আরও থেরাপি দিতে হচ্ছে ।
প্রকাশ থাকে যে, দেশ ও প্রবাসের দীর্ঘজীবনের সাংবাদিকতায় হাকিকুল ইসলাম খোকন নিষ্ঠাবোধের সাথে বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। তিনি বাপসনিউজ ও এনওয়াইবিডি নিউজ এবং ইংরেজি দৈনিক ‘দ্যা ন্যাশনাল নিউজ’ পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করছেন । সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মুলধারার পুরস্কারপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সভাপতি, মুলধারার নিউইয়র্ক প্রেসক্লাবের এ্যাক্টিভ মেম্বার, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা । এছাডা নিউইয়র্ক এর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত রয়েছেন তিনি । তার দ্রুত সুস্থতার জন্য তিনি সকলের নিকট আর্শিবাদ প্রার্থী ।
নিউজ /এমএসএম