শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:২৪ অপরাহ্ন

ভিভিআইপিদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন

জনগণ থেকে বিচ্ছিন্ন করে নয়, বরং জনসম্পৃক্ততা রেখে রাষ্ট্রের অতিগুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে (পিজিআর) নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে ঢাকা সেনানিবাসে পিজিআরের সদরদপ্তরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ নির্দেশনা দেন রাষ্ট্রপতি।

পিজিআর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের মূল দায়িত্ব হচ্ছে ভিভিআইপিদের জন্য সর্বাত্মক, সমন্বিত ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। তবে নিরাপত্তার সঙ্গে সঙ্গে ভিভিআইপিদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সঙ্গে নিতে হবে।

রাষ্ট্রপ্রধান বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব একদিকে যেমন গৌরবময়, তেমনি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর।

তিনি বলেন, পিজিআরের প্রতিটি সদস্যকে হতে হবে আরও চৌকস ও দক্ষ। যাতে উদ্ভূত যে কোনো পরিস্থিতি তাৎক্ষণিকভাবে দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে পারেন।

রাষ্ট্রপ্রধান আশা করেন যে, পিজিআর সদস্যরা ‘চেইন অব কমান্ড’র প্রতি সম্পূর্ণ আস্থাশীল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। খবর: বাসস

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102