মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছালিক বক্সের নেতৃত্বে এক নারীকে (৩২) ধর্ষণের অভিযোগ উঠেছে। ছালিক উপজেলার হাজীপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন।
গত ২৯ জুন ঈদের দিন রাতে হাজীপুরের পাইকপাড়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোমবার (৩ জুলাই) ওই নারী বাদী হয়ে ছালিক বক্সকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে কুলাউড়া থানায় একটি ধর্ষণ মামলা করেন।
পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে বলে জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক।
এদিকে ধর্ষণের ঘটনার স্থিরচিত্র ও ভিডিও করে ওই নারীকে আবার ভয়ভীতি দেখিয়ে ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়ারও অভিযোগ উঠেছে আসামিদের বিরুদ্ধে।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত ছালিক বক্সের সাথে মুঠোফোনে যোযোগাযোগ করতে চাইলে তা বন্ধ পাওয়া যায়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ঈদের দিন গত ২৯ জুন মৌলভীবাজার শহরের এক নারী কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। বাড়িতে ওই নারীকে রেখে ব্যবসায়ী আত্মীয় বাজারে তার দোকানে যান। রাতে ওই নারী বাসায় একা থাকার সুযোগ নিয়ে ছালিক বক্স সহযোগীদের নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ছালিক ও তার সহযোগী হাসানুল বারী সানী ওই নারীকে ধর্ষণ করেন। এতে সাইফুর রহমান সহায়তা করেন।
মামলার এজাহার সূত্রে আরও জানা যায়, আসামিরা ওই নারীর বিবস্ত্র ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে এগুলো ছড়িয়ে না দেয়ার শর্তে ২ লাখ টাকা দাবি করেন তারা। পরে ৫০ হাজার টাকা দেন ওই নারীর আত্মীয়। সোমবার (৩ জুলাই) এ ঘটনায় ওই নারী বাদী হয়ে থানায় মামলা করেন।
নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এলাকাবাসী জানান, ছালিক বক্স ওই ইউনিয়নের সীমান্ত এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। তার রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনী। এছাড়াও এলাকায় ক্ষমতার অপব্যবহার করে ত্রাসের রাজত্ব চালান।
কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক জানান, মামলার পরপরই আসামিদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।
নিউজ /এমএসএম