রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে এলোপাতাড়ি গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় দুই শিশু আহত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঘটে এ ঘটনা। ইতিমধ্যেই একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফিলাডেলফিয়ার পুলিশ কমিশনার ড্যানিয়েল এম. আউটল। তিনি জানান, কিংসেসিং এলাকার আশপাশে গুলির ঘটনার পরে একটি এআর-স্টাইলের রাইফেল, হ্যান্ডগান, বুলেটপ্রুফ ভেস্ট, ভেস্টে থাকা একাধিক গোলাবারুদসহ সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে তিনজনের বয়স ২০ থেকে ৫৯ বছরের মধ্যে। আরেকজনের বয়স তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

গুলি চালানোর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এর আগে এ ঘটনায় আটজন আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছিল।

বন্দুক সহিংসতা আর্কাইভের তথ্যানুসারে, চলতি বছর এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কমপক্ষে ৩৩৯টি গণগুলির ঘটনা ঘটেছে। চার বা তার বেশি লোককে গুলি করা হলে একে গণগুলি বলা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102