সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করায় নব নির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট নগরবাসী সহ সংশ্লিষ্ট সকলের প্রতি তার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নব নির্বাচিত মেয়র ও ইউ কে বিডি টিভির উপদেষ্ঠা আনোয়ারুজ্জামান চৌধুরীর বক্তব্য পাঠকদের জন্য হুবহু নীচে তুলে ধরা হলো
আলহামদুলিল্লাহ…..
আমার প্রাণপ্রিয় নগরবাসী আপনাদের অভিনন্দন জানাই। আপনারা আমাকে ভালোবেসে ও আমার উপর বিশ্বাস রেখে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, আমার শরীরের শেষ নি:শ্বাস থাকা পর্যন্ত আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর ছোট কন্যা শ্রদ্ধেয়া শেখ রেহানা আপার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই, উনারা আমার উপর যে আস্থা রেখেছেন তার জন্যে আমৃত্যু ঋণী হয়ে থাকবো।
এতো বৃহৎ পরিসরের নির্বাচনে যাদের নি:স্বার্থ সহযোগীতা ছাড়া আমার পক্ষে একেবারেই কোনো কিছু করা সম্ভব হতো না সেই সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ এবং প্রাণঢালা অভিনন্দন জানাই।
আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড যারা আমার উপর ভরসা রেখে আমাকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন দিয়েছেন, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নেতৃবৃন্দ যারা সিলেটে এসেও দিনরাত পরিশ্রম করে নির্বাচনী কার্যক্রম মনিটরিং করেছেন, নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচনের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানাই আপনাদের সর্বাত্মক চেষ্টার কারণে সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচন এতো সুন্দর, অবাধ ও নিরপেক্ষ হয়েছে।
আপনাদের সবার কাছে দোয়া ও সহযোগীতা চাই। ইনশাআল্লাহ সবাইকে সাথে নিয়ে আধুনিক, স্মার্ট, গ্রীন এন্ড ক্লীন সিলেট গঠন করবো যাতে আমাদের পরবর্তী প্রজন্মের জন্যে সর্বোচ্চ সুবিধা নিয়ে আবাসযোগ্য সিলেট সিটি গড়ে উঠে।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন আমাদের সহায় হোন।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু