প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক বিজয়ী হয়েছেন কামাল মোশারেফ।
পিবজা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ লুৎফুল কবীর গতকাল মধ্যে রাতে পিবজা নির্বাচন’ – ২০২৩ এর রোড ম্যাপ অনুযায়ী ৬ জুন চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। এরআগে ২ জুন জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে ছিল বাংলাদেশ রোভার স্কাউটের একদল চৌকস কর্মী। সম্পূর্ণ ভোট প্রক্রিয়া ভোট কেন্দ্রের বাহিরে বড় পর্দায় লাইভ প্রদর্শিত হয়।
পিবজা কার্যনির্বাহী ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ১২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। যুগ্ম-সাধারণ সম্পাদক দুইটি পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বী করে। এর মধ্যে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সম্পাদক এবং সাপ্তাহিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল মোশারেফ ১১৭ পেয়ে ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
কামাল মোশারেফ, বরিশাল জেলার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বড়জালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে বসবাস একই উপজেলার গুয়াবড়িয়া ইউনিয়নের কালিকাপুর গ্রামে।
শিক্ষা জীবনে তিনি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বি.এসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এলএল.বি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটি থেকে এলএল.এম সম্পন্ন করেছেন। পরবর্তীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর অধীনে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রী অর্জন করেন।
ছাত্র থাকা অবস্থায় ২০০০ সালে সাংবাদিকতায় যুক্ত হন কামাল মোশারেফ । পেশাগত জীবনের শুরুতে বরিশালের আঞ্চলিক পত্রিকায় কাজ করেন। ২০০৪ সালে দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন। ২০১০ সাল পর্যন্ত বরিশালের স্থানীয় ও জাতীয় একাধিক গণমাধ্যমে কাজ করেছেন। ২০১০ সাল থেকে ঢাকায় সাংবাদিকতা শুরু করেন। তিনি শীর্ষ নিউজ, বাংলামেইল, বাংলাদেশের খবর পত্রিকার সিনিয়র প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন।
কামাল মোশারেফ ২০১৮ সালের ১ অক্টোবর হতে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া অথেন্টিক সোর্স এর প্রধান নির্বাহী।
পেশাদার সাংবাদিকদের বৃহত্তর সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক নির্বাচিত হন ২০২১-২০২২ সালে। নির্বাচিত হয়ে তিনি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রোগ্রামে সহস্রাধিক সদস্যকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। এছাড়া ভারতীয় হাই কমিশনের সহায়তায় সদস্যদের জন্য কবি কাজী নজরুল ইসলাম লাইব্রেরী স্থাপন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নিজ উদ্যোগে সংগঠনের কম্পিউটার ল্যাব, লাইব্রেরী, মিলনায়তন, ক্যান্টিন, বাগান ও অফিসরুমসহ সকল স্থাপনা সিসিটিভির আওতায় নিয়ে আসেন। এছাড়াও সংগঠনের নানামুখী উন্নয়নে সব সময় নিজেকে নিয়োজিত রাখেন কামাল মোশারেফ।
এরআগে তিনি নির্বাচনে ২০১৭-২০১৮ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি বহুমূখী সমবায় সমিতি লিমিটেডের পরিচালক ছিলেন। তিনি নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ, রিলিজিয়াস রিপোর্টার্স ফোরাম, বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম (বিএজিএফ), ঢাকাস্থ বরিশাল বিভাগ সাংবাদিক সমিতি; ঢাকা এবং বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট এসোসিয়েশনেরও (বিডিজেএ) সদস্য। বরিশাল জেলা সমিতি, ঢাকা’রও আজীবন সদস্য কামাল মোশারেফ। এছাড়াও নানা সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত আছেন তিনি।
কামাল মোশারেফ পেশাগত দক্ষতাবৃদ্ধিতে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি মালয়েশিয়া, সৌদি আরব, ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।
পিবজার ৩১ সদস্য বিশিষ্ট কমিটির ১২টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়। বাকি ১৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচিতরা হলেন- সভাপতি অ্যাডভোকেট রুহী শামসাদ আরা, সহ-সভাপতি প্রিন্সিপাল এমএ মোনায়েম, মাহবুবুর রহমান, ড. মো. আবু বকর সিদ্দীক, সাধারণ সম্পাদক ডা. রবীন্দ্রনাথ রবিন, যুগ্ম মাধারণ সম্পাদক পদে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক সম্পাদক এবং সাপ্তাহিক যুগশঙ্খ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কামাল মোশারেফ ১ নং যুগ্ম-সাধারণ সম্পাদক এবং দানিয়েল মোহাম্মদ আওরঙ্গজেব হয়েছে পেয়ে দ্বিতীয় হয়েছেন। অর্থ সম্পাদক তাসলিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক বশিরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসরিন আক্তার, প্রচার ও প্রকাশনা রবিউল ইসলাম এবং স্বাস্থ্য সম্পাদক জাভেদ আহমেদ।
নিউজ /এমএসএম