রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

উচ্চমূল্যের

পোশাক রপ্তানিকারক হিসেবে বিশ্বে অবস্থান আরো উন্নত করতে চায়

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশ বিশ্বে একটি উচ্চমূল্যের পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থানকে আরও উন্নত করার রূপকল্প অনুসরণ করছে।

বৃহস্পতিবার (২২ জুন) ঢাকায় ওয়ার্ল্ডএক্স ইন্ডিয়া আয়োজিত ১১তম ইনটেক্স বাংলাদেশ ট্রেড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।

ফারুক হাসান বলেন, আমরা পোশাক শিল্পের সকল সম্ভাবনার দ্বার উন্মোচন ও পরিমাণভিত্তিক (ভলিউম) উৎপাদন থেকে উচ্চমূল্যের পোশাক ও মূল্য সংযোজনে একটি কৌশলগত পরিবর্তনের মাধ্যমে শিল্পকে প্রবৃদ্ধির পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য প্রতিটি সুযোগ অনুসন্ধান করছি। এ ক্ষেত্রে বাংলাদেশের জন্য উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং আমরা আমাদের লক্ষ্য অর্জনের ব্যাপারে গভীরভাবে আশাবাদী।

তিনি আরো বলেন, আমরা উচ্চমূল্যের পোশাক, বিশেষ করে ম্যানমেইড (মানবনির্মিত) ফাইবার ও টেকনিক্যাল টেক্সটাইল থেকে পোশাক তৈরিতে শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য বৈশ্বিক ব্র্যান্ড, প্রযুক্তি সরবরাহকারী, শিল্প সংগঠন, আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলছি। এছাড়া, বাংলাদেশকে রিসাইক্লিংয়ের বৈশ্বিক হাব হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে চলেছি।

বিজিএমইএ সভাপতি বলেন, আমরা ফ্যাশনের সঙ্গে বাংলাদেশের সমৃদ্ধময় সংস্কৃতি ও ঐতিহ্যকে যুক্ত করে ফ্যাশনেবল পোশাক তৈরির উদ্যোগ নিয়েছি। সরকারের সহায়তায় বিজিএমইএ বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার, উদ্ভাবক ও স্থানীয় তাঁতীদের আন্তর্জাতিক বাজারের সাথে সঙ্গতি রেখে স্থানীয় ঐতিহ্যবাহী টেক্সটাইলকে যুক্ত করে (ফিউশন) পোশাক তৈরির ওপর প্রশিক্ষণ প্রদান করেছে, যাতে করে তারা মসলিন, জামদানি, খাদি, সিল্ক, মনিপুরি ইত্যাদির মতো দেশীয় ঐতিহ্যবাহী সামগ্রী ব্যবহার করে ফ্যাশনেবল পোশাক তৈরি করতে পারে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ); রাজেশ ভগত, ব্যবস্থাপনা পরিচালক, ওয়ার্ল্ডএক্স ইন্ডিয়া; সুনীল পাটওয়ারি, চেয়ারম্যান, কটন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (টেক্সপ্রোসিল) ও পাওয়ারলুম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের নির্বাহী পরিচালক মহেশ এন সানিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102