বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, বাংলাদেশ বিশ্বে একটি উচ্চমূল্যের পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে অবস্থানকে আরও উন্নত করার রূপকল্প অনুসরণ করছে।
বৃহস্পতিবার (২২ জুন) ঢাকায় ওয়ার্ল্ডএক্স ইন্ডিয়া আয়োজিত ১১তম ইনটেক্স বাংলাদেশ ট্রেড এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, আমরা উচ্চমূল্যের পোশাক, বিশেষ করে ম্যানমেইড (মানবনির্মিত) ফাইবার ও টেকনিক্যাল টেক্সটাইল থেকে পোশাক তৈরিতে শিল্পের সক্ষমতা বৃদ্ধির জন্য বৈশ্বিক ব্র্যান্ড, প্রযুক্তি সরবরাহকারী, শিল্প সংগঠন, আন্তর্জাতিক সংস্থা এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলছি। এছাড়া, বাংলাদেশকে রিসাইক্লিংয়ের বৈশ্বিক হাব হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে চলেছি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ হাতেম, নির্বাহী সভাপতি, বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ); রাজেশ ভগত, ব্যবস্থাপনা পরিচালক, ওয়ার্ল্ডএক্স ইন্ডিয়া; সুনীল পাটওয়ারি, চেয়ারম্যান, কটন টেক্সটাইলস এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল (টেক্সপ্রোসিল) ও পাওয়ারলুম ডেভেলপমেন্ট অ্যান্ড এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের নির্বাহী পরিচালক মহেশ এন সানিল।
নিউজ /এমএসএম