রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে পালিত হলো বাংলা নববর্ষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

বাইডেন-মোদীর আলোচনায় আঞ্চলিক ও ভূরাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১১৯ এই পর্যন্ত দেখেছেন

আঞ্চলিক ও ভূরাজনীতি বিষয়ে হোয়াইট হাউজে প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস।

বৃহস্পতিবার (২২ জুন) স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটের দিকে হোয়াইট হাউজের সবুজ লনে আড়ম্বরপূর্ণ অভ্যর্থনা দেয়া হয় মোদীকে। ১৯ বার গান স্যালুট দেয়া হয় তাকে। এরপর তারা যৌথ সংবাদ সম্মেলন করেন-হোয়াইট হাউজের লনে।

এসময় মোদী জানান, তার সঙ্গে বাইডেনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিশ্বের কল্যাণ, শান্তি, অগ্রগতি এবং স্থিতিশীলতার জন্য একসঙ্গে কাজ করতে ভারত ও যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্র অভিন্ন গণতন্ত্রকে অনুসরণ করে। আমরা যে সিদ্ধান্ত নেবো, তার ওপর ভবিষ্যত নির্ভর করবে।

মোদী বলেন, করোনার বদলে যাওয়া বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ভারত মিত্রতা করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। শক্তিশালী হয়েছে দুই দেশের অংশীদারিত্ব। এ হলো গণতন্ত্রের শক্তি।

সংবাদ সম্মেলনের শুরুতেই প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র ও ভারতের সম্পর্ক সংজ্ঞায়িত করবে একবিংশ শতাব্দীকে। স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন ও নিরাপত্তা ইস্যুতে দুই দেশ এক হয়ে কাজ করবে।

অবাধ ও মুক্ত ইন্দো-প্যাসিফিকের জন্য অকাসের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, অভিন্ন মূল্যবোধে দুই দেশ কাজ করবে।

এসময় কোয়াড প্রসঙ্গ তুলে ধরে জো বাইডেন বলেন, খাদ্য, জ্বালানি সঙ্কট সমাধান ও শান্তিপূর্ণ বিশ্বের জন্য একসঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র ও ভারত।

জো বাইডেন আরও বলেন, আমি প্রেসিডেন্ট হওয়ার পর আস্থার ওপর ভিত্তি করে ভারতের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছি। বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে দুই দেশকে একসঙ্গে কাজ করা অত্যাবশ্যক।

হোয়াইট হাউজে মোদীকে অভ্যর্থনা জানাতে এদিন নজরকাড়া আয়োজনে যোগ দেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন, প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রমুখ।

এসময় হোয়াইট হাউজ ঘিরে ছিলেন-ভারতীয়রা এবং ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের নাগরিকরা।

নরেন্দ্র মোদী দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করে বলেন, তাকে যে সম্মান জানানো হয়েছে তা ১৪০ কোটি ভারতীয় ও যুক্তরাষ্ট্রে বসবাসকারী ৪০ লাখ ভারতীয়ের। তিন দশক আগে হোয়াইট হাউজ দেখেছিলেন। বৃহস্পতিবার সেই হোয়াইট হাউজের দরজা খুলে গেছে ভারতীয়দের জন্য।

নরেন্দ্র মোদী বলেন, তার এই অর্জন এনে দিয়েছেন এসব ভারতীয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102