যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে পৃথক গোলাগুলির ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। গত শনি ও রোববারের (১৭ ও ১৮ জুন) মধ্যে এসব ঘটনা ঘটেছে।
শিকাগোর শহরতলী উইলোব্রুকে রোববার একটি অনুষ্ঠান চলছিল, যা জুনতিন্থ পার্টি নামে পরিচিত। সরকারি ছুটির দিন থাকায় ওই অনুষ্ঠানে বিপুল মানুষের সমাগম হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে কয়েকজন অস্ত্রধারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে ১ জন নিহত ও আরও ২২ জন আহত হয় বলে জানায় স্থানীয় পুলিশ।
সিএনএন জানায়, স্থানীয় পুলিশের প্রধান এরিক সোয়ানসন বলেছেন, তাৎক্ষণিকভাবে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা যায়নি। তাদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে।
আগের দিন শনিবারও শিকাগোর আরও দুটি স্থানে আলাদা দুটি গোলাগুলির ঘটনায় ৪ জন নিহত হয়। আহত হয় আরও অন্তত ১৩ জন। নিহতদের ২ জন কিশোর।
শনিবারের গোলাগুলির ঘটনায়ও শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে উল্লেখ করা হয়েছে আরটির এক প্রতিবেদনে।
দেশটিতে একের পর এক বন্দুক হামলার নিন্দা জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশটির অলাভজনক সংস্থা গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুসারে, ২৪ মে ছিল ২০২২ সালের ১৪৪তম দিন। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২১২টি গোলাগুলি বা বন্দুক হামলার ঘটনা ঘটেছে।
এ ছাড়া সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হামলায় নিহতের হার সার্বিকভাবে প্রায় ৩৫ শতাংশ বেড়েছে। সূত্র: সিএনএন, আরটি
নিউজ /এমএসএম