শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

১০ দফা দাবিতে

বিএনপির পদযাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৭ মে, ২০২৩
  • ৯৭ এই পর্যন্ত দেখেছেন

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে বিএনপির পদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। বুধবার (১৭ মে) রাজধানীতে বিকেল ৩টায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এ পদযাত্রা শুরু হয়। এর আগে মঙ্গলবার (১৬ মে) বিকেলে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

জানা গেছে, মহানগর উত্তর বিএনপির উদ্যোগে রাজধানীর উত্তর বাড্ডা সুবাস্তু ভ্যালি টাওয়ারের সামনে থেকে শুরু করা পদযাত্রাটি রামপুরা হয়ে মালিবাগ আবুল হোটেল মোড়ে গিয়ে শেষ হবে।

এতে মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনা ও আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি বাসাবো বালুর মাঠ থেকে পদযাত্রা শুরু করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এটি মালিবাগ কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ করবে।

এতে মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনা ও আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102