রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন

রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক কর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ৯৩ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক এক কর্মীকে আটক করা হয়েছে। ষড়যন্ত্রের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরে মস্কোর একটি ডিটেনশন সেন্টারে রাখা হয়। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা তাস এর বরাত দিয়ে মঙ্গলবার (১৬ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ায় মার্কিন দূতাবাসের সাবেক এক কর্মীকে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে মস্কো থেকে আটক করা হয়েছে বলে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। আটক ব্যক্তির নাম রবার্ট শোনভ।

সোমবার (১৫ মে) তাস জানিয়েছে, রুশ ফেডারেল সিকিউরিটি সার্ভিস রবার্ট শোনভকে গ্রেপ্তার করেছে এবং তাকে ‘প্রতিরোধমূলক হেফাজতে পাঠানো হয়েছে’। তার আট বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বিবিসি অবশ্য বিষয়টি জানতে রাশিয়ায় মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে। দূতাবাস রয়টার্সকে জানিয়েছে, তারা তাদের সাবেক কর্মীকে গ্রেপ্তারের বিষয়ে অবগত, কিন্তু এই মুহূর্তে জানানোর মতো কিছুই নেই।

তাসের প্রতিবেদনে বলা হয়, রবার্ট শোনভকে বন্দর নগরী ভালদিভোস্তাক থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে ‘গোপনে কোনো বিদেশি রাষ্ট্র বা আন্তর্জাতিক বা বিদেশি সংস্থার সঙ্গে সহযোগিতার’ অভিযোগ আনা হয়। কর্মকর্তারা শোনভকে তিন মাসের জন্য আটক রাখতে বলেছিলেন।

তবে এ বিষয়ে শুনানির জন্য আদালতের কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থাটি। বিবিসি জানিয়েছে, গ্রেপ্তারের পর রবার্ট শোনভকে মস্কোর লেফোর্তোভো কারাগারে রাখা হয়েছে। এটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবির সাবেক কারাগার।

মার্কিন সাংবাদিক ইভান গার্শকোভিচ, যিনি ওয়াল স্ট্রিট জার্নালে কাজ করার সময় মার্চ মাসে গ্রেপ্তার হয়েছিলেন, তার বিরুদ্ধেও গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে এবং তাকে লেফোরটোভোতে রাখা হয়েছে। একই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের সাবেক মেরিন পল হুইলানের ক্ষেত্রেও।

গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৮ সালে মস্কোতে গ্রেপ্তার হওয়ার পর ২০২০ সালে তাকে ১৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102