জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের ক্ষুধা, দারিদ্র ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলা আওয়ামী বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ১৪ মে সকালে পৌরসভা হলরুমে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও মৌলভীবাজার-রাজনগর ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান। এছাড়াও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত কর্মীসভায় দলের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
নিউজ/এম.এস.এম