শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

সংসদ সদস্য চিত্রনায়ক ফারুকের মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ৯১ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি।

সোমবার ১৫ মে মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় পরিবেশমন্ত্রী বলেন, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের এক উজ্জ্বল তারকা চিত্রনায়ক ফারুক অভিনীত চলচ্চিত্র দেশের শিল্প-সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে।

একইসঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যু দেশের সংস্কৃতি অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। মহান মুক্তিযুদ্ধসহ সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান দেশবাসী দীর্ঘকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

উল্লেখ্য, চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক সোমবার ১৫ মে স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102