বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম :
রিকগনেশন অফ বাংলা এ্যাজ এন অফিসিয়াল ল্যাংগুয়েজ অফ দ্যা ইউনাইটেড নেশনস-এর কনফারেন্সে অনুষ্ঠিত মনোয়ারুল ইসলাম সভাপতি ও মমিনুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হাকিকুল ইসলাম খোকন সভাপতি ও হেলাল মাহমুদ সাধারণ সম্পাদক পূণঃ নির্বাচিত সাংবাদিক তমাল ফেরদৌস দুলাল স্মরণে সভা অনুষ্ঠিত এস এ পরিবহন থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ১ রবি’র ব্র‍্যান্ড অ্যাম্বাসেডর হলেন ফুটবলার হামজা চৌধুরী পঞ্চগড়ে হিমেল হাওয়ায় শীতের পুর্বাভাস পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ছাত্রকে বলাৎকারের দায়ে মাদ্রাসার শিক্ষক গ্রেফতার যুক্তরাজ্যে ঢাকাদক্ষিণ ভিলেজ কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

মালয়েশিয়ার প্রবাসীরা খরচ ছাড়াই টাকা পাঠাতে পারবেন

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১২৩ এই পর্যন্ত দেখেছেন

ন্যাশনাল ব্যাংকের সহযোগিতায় মালয়েশিয়ায় চালু হলো এনবিএল কিউপে মোবাইল অ্যাপ। প্রবাসীদের বৈধপথে টাকা পাঠাতে সহায়ক হবে নতুন এই অ্যাপটি। ন্যাশনাল ব্যাংকের নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রবাসীদের বৈধ পথে দেশে টাকা পাঠানোর আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার গোলাম সারোয়ার।

গতকাল রোববার সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আনকাসা হোটেলে ন্যাশনাল ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান এনবিএল মানি ট্রান্সফার নতুন এই মোবাইল অ্যাপের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বৈধ পথে টাকা পাঠালে আপনার ছেলে মেয়েরা ইয়াবাখোর হবে না। আপনারা অবৈধ পথে টাকা পাঠালে তা মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবসাকে উৎসাহিত করে। ফলে আজকে আপনি অবৈধ পথে টাকা পাঠালেন মানে দেশকে আপনি পিছিয়ে দিয়ে মাদক, অস্ত্র ব্যবসায়ী ও কালোবাজারিদের হাতকে শক্তিশালী করে এগিয়ে দিলেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশকে এগিয়ে নিতে আপনাদের সুবিধার জন্য এই অ্যাপটির উদ্বোধন।’

করোনার নেতিবাচক প্রভাবের পর রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে রেমিট্যান্সের প্রয়োজনীয়তা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হুন্ডিসহ প্রতিবন্ধকতাগুলো দূর করার পাশাপাশি প্রবাসীদের সচেতনতার ওপর সরকার জোর দিয়েছে। এ ছাড়া হুন্ডি প্রতিরোধ ও প্রবাসীদের সচেতন করতে বাংলাদেশ দূতাবাস কাজ করছে।

ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসাইন বলেন, ‘আপনারা জানেন প্রায় ১ কোটির ওপরে প্রবাসী বাংলাদেশি পৃথিবীর বিভিন্ন দেশে কর্মরত আছেন। প্রতি মাসে আপনাদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশে যাওয়া অব্যাহত আছে। এই রেমিট্যান্সের পরিমাণ মাসে গড়ে ১.৮৩ বিলিয়ন ইউএস ডলার। যেটা আমাদের দেশের জন্য গুরুত্বপূর্ণ। সে হিসেবে আগামী ৩০ জুন পর্যন্ত বিনা খরচে এনবিএল কিউপে মোবাইল অ্যাপের মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবেন।’

এনবিএল মানি ট্রান্সফারের মানব সম্পদ উন্নয়ন বিভাগের প্রধান শেখ আকতার উদ্দিন আহমেদ বলেন, ‘মালয়েশিয়াতে আমাদের প্রায় ৫ লাখ গ্রাহক রয়েছেন। তারা কোনোরকম রিস্ক ছাড়াই যাতে দেশে টাকা পাঠাতে পারে তার সহজ ব্যবস্থাই আমাদের এনবিএল কিউপে মোবাইল অ্যাপ।’

সম্প্রতি লেনদেন ও পরিমাণ বিবেচনায় দেখা যাচ্ছে, প্রায় ৬০ শতাংশ প্রবাসী হুন্ডি বা অবৈধ চ্যানেলের মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন। তাই বাংলাদেশিদের বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বৈধ চ্যানেলে প্রবাসী আয় বাড়লে দেশের উন্নয়নে কাজে লাগবে। তাই আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠান। সামান্য লাভের লোভে অবৈধ কোনো পন্থা অবলম্বন করবেন না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মেহমুদ হোসাইন, বাংলাদেশ হাই কমিশনের লেবার মিনিস্টার মো. নাজমুস সাদাত সেলিম, ফাস্ট সেক্রেটারি (কমার্শিয়াল) প্রণব কুমার ঘোষ, শেখ আকতার উদ্দিন আহমেদ, মো. আলী হায়দার মোর্তুজা, মোহাম্মাদী খানম, মো. শামসুদ্দিন এনামসহ এনবিএল মানি মানি ট্রান্সফারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দুই শতাধিক প্রবাসী বাংলাদেশি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102