মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

আল কাদির ট্রাস্ট মামলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১০ মে, ২০২৩
  • ১৩০ এই পর্যন্ত দেখেছেন

গ্রেপ্তারের পরদিন আল কাদির ট্রাস্ট মামলায় অভিযুক্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খানকে ৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

বুধবার (১০ মে) ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে তোলা হয় তাকে। আদালত ইমরান খানের আটদিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রতিবেদনে জানানো হয়, পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)। শুনানি শেষে বিচারক ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। খবর দ্য ডনের।

ইসলামাবাদ পুলিশ লাইনে গঠিত বিশেষ আদালতে এই মামলার শুনানি হয়। গত সোমবার এই স্থানকে আদালতের মর্যাদা দেয়া হয়। ইমরান খানের মামলার শুনানিতে বিচারক হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ বশির।

শুনানির শুরুতে এনএবি ইমরানের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করার জন্য আদালতকে অনুরোধ করে। তবে, এর বিরোধীতা করেন পিটিআই প্রধানের আইনজীবী খাজা হারিস। আইনজীবী বলেন, আল-কাদির ট্রাস্ট মামলাটি ব্যুরোর পরিধির মধ্যে পড়েনি। এমনকি, এনএবি এখনও তদন্ত প্রতিবেদনও শেয়ার করেনি।

মঙ্গলবার আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের প্রধান (পিটিআই) ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয়।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102