শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২৯ অপরাহ্ন

হবিগঞ্জে হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জে একটি হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড, দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। এই মামলায় ২০ জনকে বেকসুর খালাসের আদেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আজিজুল হক এ রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দীঘলবাঁক গ্রামের বশির আহমেদ (৪৮), সিজিল মিয়া (৪৩), ফজল মিয়া (৫৮), জিতু মিয়া (৬০) ও শাহ আলম (৪৬) তাদের প্রত্যেককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

যাবজ্জীবন সাজা পাওয়া আসামিরা হলেন, দীঘলবাঁক গ্রামের ইউনুছ মিয়া (৬৯) ও আব্দুল্লাহ মিয়া (৬১)। তাদের উভয়কে ৫ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৫ বছর কারাদণ্ড প্রদান করা হয়।

এ ছাড়া আসামি আব্দুল কাইয়ুম (৫৬), মাসুক মিয়া (৩১), অমৃত মিয়া (৩৪), শফিক মিয়া (৪৬) ও আব্দুস শহিদকে (৬৩) ৩ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস কারাদণ্ড প্রদান করা হয়। আসামি সাইফুল ইসলামকে ৭ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, গত ২০১৪ সালের ১ আগস্ট দুপুরে গ্রামে চলাচলের রাস্তা ও কবরস্থানের জায়গার দখল নিয়ে মামলার বাদী মো. আব্দুল কাইয়ুম ও আসামি শাহ আলমের মধ্যে বিরোধের জেরে দুইদল গ্রামবাসীর সংঘর্ষে বাদীর বাবা তোতা মিয়া নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন। ঘটনার পরদিন আব্দুল কাইয়ুম বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় ৩২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। রাষ্ট্রপক্ষের ১৯ জন স্বাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক এই রায় ঘোষণা করেন।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102