শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

বিজয় দিবসে পুতিন, আসল যুদ্ধ শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ৮২ এই পর্যন্ত দেখেছেন

বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৯ মে) মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সেখানে পুতিন বলেন, ইউক্রেনের বিরুদ্ধে আসল যুদ্ধ কেবল শুরু। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নাৎসি বাহিনীকে যেভাবে পরাজিত করা হয়েছে, ইউক্রেনও একইভাবে পরাজিত হবে। খবর বিবিসির।

মস্কোর রেড স্কোয়ারে সামরিক কুচকাওয়াজ শেষে দেওয়া ভাষণে এসব কথা বলেন পুতিন।

ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, আমাদের বীর সেনাদের জন্য আমাদের হৃদয়ে রয়েছে অনেক ভালোবাসা। রাশিয়ার এ বিশেষ সামরিক অভিযানে যেসব সেনা অংশ নিয়েছেন, তাদের জন্য আমি গর্বিত। রাশিয়ার স্বাধীনতা ও সার্বভৌমত্ব তাদের ওপর নির্ভর করছে।

পুতিন বলেন, আমাদের এসব জাতীয় বীরদের গোটা জাতি ঐক্যবদ্ধভাবে সমর্থন করছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102