শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:০৩ অপরাহ্ন

লংকানদের হারালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

অধিনায়ক নিগার সুলতানার অধিনায়কোচিত এক অনবদ্য ইনিংসে ভর করে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে শ্রীলংকাকে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

মঙ্গলবার (৯ মে) সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলংকা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান করে লংকান মেয়েরা। জবাবে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত অর্ধশতকে ভর করে ১ বল আগে ৬ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পায় টাইগ্রেসরা। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগ্রেসরা।

লংকানদের দেয়া লক্ষ্যমাত্রায় ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ৭ রানেই শামিমা সুলতানাকে হারায় টাইগ্রেসরা। এরপর ২৩ রানে প্রবোধনীর বলে বিদায় নেন রুবিয়া হায়দার। তৃতীয় উইকেটে অধিনায়ক জ্যোতি ও শবনম মুস্তারি শুরুর ধাক্কা সামলানোর চেষ্টা চালান। দলীয় ৭৪ রানে শবনম আউট হলে ভাঙে ৫০ রানের জুটি। চতুর্থ উইকেটে জ্যোতি ঋতুকে সঙ্গে করে ৭১ রানের জুটি গড়েন। ২৩ বলে ৩৩ রান করে রান আউটের ফাঁদে পড়েন ঋতু। অপরপ্রান্তে জ্যোতি তার পঞ্চম অর্ধশতক তুলে নেন। শেষ পর্যন্ত ৫১ বলে ২ ছয় ও ৭ চারে ৭৫ রান করে অপরাজিত থাকেন তিনি।

এর আগে লংকানরা হারসিতা সামারাবিক্রামার ৪৫ রান ও অধিনায়ক চামারি আতাপাত্তুর ৩৮ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে। বাংলাদেশের হয়ে ফাতিমা খাতুন ২টি, তৃষ্ণা, সুলতানা, নাহিদা, রাবেয়া প্রত্যেকেই একটি করে উইকেট লাভ করেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102