শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

৭ বছর পর

বাংলাদেশের রিজার্ভ নামলো ৩০ বিলিয়নের নিচে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ৮ মে, ২০২৩
  • ১০৩ এই পর্যন্ত দেখেছেন

মার্চ-এপ্রিল এই দুই মাসের আমদানি দায় বাবদ ১ দশমিক ১ বিলিয়নের ‘এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)’ পেমেন্ট শোধ শেষে দেশের বিদেশি মুদ্রার সঞ্চয়নের (রিজার্ভ) পরিমাণ প্রায় সাত বছর পর ৩০ বিলিয়ন ডলারের নিচে নেমেছে।

রবিবার আন্তর্জাতিক মুদ্রা বাজারের লেনদেন বন্ধ থাকায় সোমবার (৮ মে) আকু পেমেন্টের নিশ্চয়তাপত্র (কনফারমেশন ভাউচার) পায় বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, আকু পেমেন্টের ১ দশমিক ১ বিলিয়ন ডলার পরিশোধের পর রিজার্ভ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭ বিলিয়ন ডলার।

আকু পেমেন্টের আগে রিজার্ভের পরিমাণ গত ২ মে ছিলো ৩০ দশমিক ৯৮ বিলিয়ন ডলার। এর পরই আকু পেমেন্ট, অন্যান্য বৈদেশিক দায় পরিশোধ ও বাণিজ্যিক ব্যাংকের কাছে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করায় রিজার্ভ ৩০ বিলিন ডলারের নিচে নামলো।

এর আগে সরবশেষ ২০১৬ সালের ৩০ জুন রিজার্ভের পরিমাণ ছিলো ৩০ দশমিক ১৩ বিলিয়ন ডলার। একই মাসের ২২ জুন ছিল ২৯ দশমিক ৮৫ বিলিয়ন ডলার।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102