সোমবার, ২৩ জুন ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

সারের মূল্যবৃদ্ধির প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় কৃষক ও ডিলার পর্যায়ে প্রতি কেজি রাসায়নিক সারের দাম পাঁচ টাকা বাড়ানো হয়েছে। ইউরিয়া, ডিএপি, টিএসপি ও এমওপি সারের দাম কেজিতে ৫ টাকা বাড়িয়ে সোমবার আদেশ জারি করেছে কৃষি মন্ত্রণালয়। সারের এ মূল্যবৃদ্ধির ফলে মূল্যস্ফীতিতে প্রভাব পড়বে বলে মনে করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার (১১ এপ্রিল) অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তবে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আশাবাদ ব্যক্ত করে বলেন, সারের মূল্যবৃদ্ধিতে মূল্যস্ফীতি নাও বাড়তে পারে।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা একনেক সভা নিয়ে বসেছি, এটা (সারের মূল্যবৃদ্ধি) কৃষি মন্ত্রণালয়ের বিষয়। তবে আমি বলতে পারি সারের মূল্যবৃদ্ধিতে কিছুটা প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে। তবে কতটুকু প্রভাব পড়বে এটা হিসাব কষে বলতে হবে। আমি বিজ্ঞানী নই, গবেষণা করে এটা বলতে হবে।

এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, যদি উৎপাদন বাড়ে তবে সারের মূল্যবৃদ্ধিতেও মূল্যস্ফীতি বাড়বে না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102