সোমবার, ২৩ জুন ২০২৫, ০৩:০৩ অপরাহ্ন

ইউক্রেনের চুক্তি বাতিলের হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ এপ্রিল, ২০২৩
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন

রাশিয়ার পণ্য রপ্তানিতে বিবদমান প্রতিকূলতা অপসারণে কোনো অগ্রগতি না হলে ইউক্রেনের সঙ্গে শস্য রপ্তানি চুক্তি বাতিল করা হবে বলে হুমকি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

শুক্রবার (৭ এপ্রিল) তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে এ হুমকি দেন তিনি। এ সময় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু তার সঙ্গে উপস্থিত ছিলেন। খবর এএফপির।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সার ও শস্য রপ্তানিতে বাধা অপসারণে যদি কোনো অগ্রগতি না হয়, তাহলে আমরা এই চুক্তির (ইউক্রেনের শস্য রপ্তানি) প্রয়োজনীয়তা আছে কিনা তা নিয়ে ভাববো।

গত বছরের জুলাইয়ে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রপ্তানির চুক্তি হয়। এই চুক্তির আওতায় বিশ্বের শীর্ষ শস্য উৎপাদনকারী দেশগুলোর অন্যতম ইউক্রেন কৃষ্ণ সাগরে একটি নিরাপদ করিডোরের মাধ্যমে তাদের শস্য রপ্তানি করার সুযোগ পাচ্ছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102