রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন

সিলেটে

শুক্রবার থেকে শানে রিসালত মহাসম্মেলন

হাফিজ মাছুম আহমদ
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩
  • ১৯০ এই পর্যন্ত দেখেছেন

সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুই দিনব্যাপী আন্তর্জাাতিক শানে রিসালত মহাসম্মেলন শুঁরু হবে আগামী শুক্রবার (৩মার্চ)। এতে সভাপতিত্ব করবেন হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় মুহাদ্দিস, মিশরের প্রখ্যাত বুযুর্গ আল্লামা মুহাম্মদ ইবরাহীম আব্দুল বাইছ আল কিত্তানী, মক্কা মুকাররামার প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব উবায়দুল্লাহ আল আত্তাস, তুরস্কের ইয়ালোভা ইউনিভিার্সিটির অধ্যাপক প্রফেসর ড. আব্দুল কাদির আল হোসাইন, মিশরের ড. আহমদ আশ শরীফ আল আযহারী, বৃটেনের সায়্যিদ মাআন আল হাসানী আল ইদরিসী আল মক্কী। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত উলামা-মাশায়িখ, ইসলামী চিন্তাবিদ-শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আয়োজক সুত্রে জানানো হয়েছে।

মহাসম্মেলনের আমন্ত্রিত বিদেশী অতিথিবৃন্দ ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেন। বুধবার (১ মার্চ) দুপুরে তাঁরা সিলেট পৌছলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ এবং আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, ৩ ও ৪ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মহাসম্মেলন চলবে। মহাসম্মেলন উপলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতার পাশাপাশি সুদক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত করা হয়েছে। মহাসম্মেলনকে সফল ও স্বার্থক করার জন্য সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102