তেতুলিয়ায় ভুতিপুকুর এর বীর মুক্তিযোদ্ধা মো; আইনুল হক (৭৫) এর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) তাকে তেতুলিয়ায় উপজেলার ভজনপুর
ইউনিয়নের ভুতিপুকুর গোরস্থান্ ঈদগাহ মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে স্থানীয় ভুতিপুকুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা, থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহমান, মজিবর রহমান প্রমুখ।
পারিবারিক সুত্রে জানা যায়, ভজনপুর ইউনিয়নের ১৩৫ নং মিঠাপুকুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন তার নিজ বাড়িতে মঙ্গলবার ভোর ৫ টায় সময় বার্ধক্য জনিত কারনে বীর মুক্তিযোদ্ধা মো; আইনুল হক ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।