সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত বোদা উপজেলা বিএনপির সম্মেলনে আব্দুল মান্নান সভাপতি ও আসাদুল্লাহ আসাদ সম্পাদক নির্বাচিত ওয়ার্ল্ড জার্নালিস্টস ক্লাব এর স্বাধীনতা সম্মননা-২০২৫ প্রদান অনুষ্ঠিত বাংলাবান্ধা জিরো পয়েন্টে জাতীয় পতাকা স্ট্যান্ডের ভিত্তিপ্রস্তর স্থাপিত মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪ পঞ্চগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নবিজুল ইসলাম সমাহিত বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে- পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ওয়েলস আওয়ামী লীগের উদ্দ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের যা করার দরকার তা আমরা করব পার্বত্য উপদেষ্টার সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ অনুষ্ঠিত

সি‌লেট চেম্বার (এস‌সি‌সিআই) ও এসএমই ফাউন্ডেশন এর আয়োজনে উদ্যোক্তা সৃ‌ষ্টি কর্মশালা অনু‌ষ্ঠিত

শহিদুল ইসলাম, সিলেট
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২
  • ১৯১ এই পর্যন্ত দেখেছেন

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও এসএমই ফাউন্ডেশন এর যৌথ আয়োজনে “এসএমই উদ্যোক্তাদের বিপণন কৌশল ও ব্যবস্থাপনা” শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান ১৪ নভেম্বর  (সোমবার)  চেম্বার এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট চেম্বারের সভাপতি তাহমিন আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এসএমই উদ্যোক্তারা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এসব উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। ব্যবসা-বাণিজ্যে সঠিক বিপণন কৌশল প্রয়োগের পাশাপাশি ব্যবসায়ীগণকে নিজেদের সততাও ধরে রাখতে হবে। অসাধু ব্যবসায়ীরা মানুষকে ঠকিয়ে সাময়িকভাবে লাভবান হলেও তাদের ব্যবসাগুলো স্থায়ী হয় না।

উদাহরণস্বরূপ তিনি সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া কিছু অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের কথা তুলে ধরেন। অপরদিকে পণ্যের গুণগত মান ও সঠিক ওজন বজায় রেখে যারা ব্যবসা করেন তাদেরকে ভোক্তারাই খুঁজে বের করেন। তিনি এসএমই উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে বিপণন কৌশল ও ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাটি আয়োজনের জন্য সিলেট চেম্বার ও এসএমই ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।

সভাপতির বক্তব্যে সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি তাহমিন আহমদ প্রথমবারের মত সিলেট চেম্বার কার্যালয় সফর করায় জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান-কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ১৯৬৬ সালে প্রতিষ্ঠার পর থেকে সিলেটের ব্যবসা-বাণিজ্য, শিল্প ও এসএমই খাতের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এসএমই উদ্যোক্তা ও নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, শিল্প খাতের প্রসার ও নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে সিলেট চেম্বার অব কমার্স এসএমই ফাউন্ডেশন, রপ্তানি উন্নয়ন ব্যুরো, বিসিক সহ বিভিন্ন সরকারী-বেসরকারী সংস্থার সাথে যৌথ উদ্যোগে বছরব্যাপী নিয়মিত প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনার আয়োজন করে থাকে। এসব কর্মশালা থেকে প্রশিক্ষণ গ্রহণ করে সিলেটের এসএমই উদ্যোক্তাগণ যেমন লাভবান হয়েছেন, তেমনি অনেক নবীন উদ্যোক্তা গড়ে উঠেছেন। সিলেটের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে আমাদের এ প্রচেষ্টা আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক ও সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ হিজকিল গুলজার ও জিয়াউল হক, পরিচালক মুশফিক জায়গীরদার, হুমায়ুন আহমদ, মুজিবুর রহমান মিন্টু, আলীমুল এহছান চৌধুরী, ওয়াহিদুজ্জামান চৌধুরী (রাজিব), কাজী মোঃ মোস্তাফিজুর রহমান, সরোয়ার হোসেন ছেদু, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জেরিন তাসনিম তাসিন, প্রশিক্ষণার্থী উৎফল বড়ুয়া, শাহানা বেগম, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক ও কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী ৩০ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102