শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫৮ অপরাহ্ন

আবারও ক্ষমতায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ অক্টোবর, ২০২২
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক ডেস্ক: চীনের কমিউনিস্ট পার্টির সপ্তাহব্যাপী সমাবেশ শেষে শনিবার আগামী ৫ বছরের জন্য দেশটির নেতৃত্বে নির্বাচিত হয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। যা দেশটির গণপ্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা নেতা মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী শাসক হিসাবে তার স্থানকে মজবুত করবে।

বেইজিংয়ে সপ্তাহব্যাপী সমাবেশের শেষে, শনিবার আবারও ৫ বছরের জন্য কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ ফোরাম পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটির (পিএসসি) প্রধান হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তবে চীনের ক্ষমতাসীন দলের পলিটব্যুরা স্ট্যান্ডিং কমিটিতে ব্যাপক রদবদল অনুমোদন করেছে। যেখানে দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াংসহ অনেক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করেছেন, যা শিকে নতুন মিত্র নিয়োগের অনুমতি দিয়েছে।

কমিউনিস্ট শাসিত চীনের সংবিধান অনুযায়ী, পার্টির ২৫ সদস্যবিশিষ্ট পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধানই দেশটির রাষ্ট্রপতি হন। শি জিনপিং তৃতীয় বারের মতো এই কমিটির প্রধান হওয়ায় নিশ্চিতভাবেই আরও ৫ বছর চীনের রাষ্ট্রপতি থাকছেন তিনি।

এদিকে শি জিনপিংকে পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির প্রধান হিসেবে করা নির্বাচিত হলেও এই কমিটির বাকি সদস্যরা শনিবার নির্বাচিত হননি। রোববার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের ভোটে নির্বাচিত হবেন পলিটব্যুরো সদস্যরা। তবে বিশ্লেষকেরা বলছেন, পরবর্তী পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটিতে সির ঘনিষ্ঠরা যে জায়গা পাবেন।

এদিকে সম্মেলনের শেষ দিনে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। সম্মেলনস্থল গ্রেট হল অফ দ্য পিপলে সম্মেলন চলাকালীন সময়ে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সমাপনী অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়। যদিও এর কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়া হয়নি।

বার্তা সংস্থা রয়টার্স একটি ভিডিও টুইট করেছে। তাতে দেখা যাচ্ছে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে চেয়ার থেকে তুলে বাইরে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। কমিউনিস্ট পার্টির মহাসম্মেলনে হলের দু’জন স্বেচ্ছাসেবক হু-কে বের করে নিয়ে যান।

এই ভিডিও সামনে আসতেই চর্চা শুরু হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। হু ছিলেন শি জিনপিংয়ের আগের চীনা প্রেসিডেন্ট। তার বয়স ৭৯ বছর। কৌতূহল তৈরি হয়েছে, নিজের তৃতীয় মেয়াদ পাকা করার কিছুক্ষণ আগে কি হু জিন তাওকে বের করে দেয়া হল শি জিনপিংয়ের নির্দেশেই। যদিও অনেকের মতে, পার্টি কংগ্রেস উদ্বোধনের দিনও হু কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। হতে পারে এদিনও তেমন কিছু হয়েছে। সূত্র: বিবিসি, এএফপি

ইউকেবিডিটিভি/ বিডি / এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102